TRENDING:

Budget 2022: অর্থমন্ত্রী সীতারামন, তবে এবারের বাজেটে আর কাদের ভূমিকা উল্লেখ না করলেই নয়?

Last Updated:

ভারতের আগামী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়াও যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন তাঁরা হলেন টি ভি সোমনাথন, অজয় শেঠ, দেবাশিস পাণ্ডা, তরুণ বাজাজ, তুহিন কান্ত পাণ্ডে (Budget 2022)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০২২-২৩-এর অর্থ বর্ষের  জন্য কেন্দ্রীয় বাজেট (Budget 2022) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ফেব্রুয়ারি মাসের ১ তারিখে পেশ করা হতে চলেছে কেন্দ্রীয়  বাজেট।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফাইল ছবি
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফাইল ছবি
advertisement

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের চার নম্বর বাজেট ততটাই গুরুত্বপূর্ণ, যতটা করোনা মহামারীর সময় তিনি প্রথম বাজেট পেশ করেছিলেন। করোনা মহামারীর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) সামনে আসার পর এই বাজেটের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। নির্মলা সীতারামন গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারতের মতো প্রকল্পের লঞ্চ করেছিলেন। সেই সময় সীতারামন কথা দিয়েছিলেন যে আগামী বাজেটের মতো বাজেট এখনও পর্যন্ত কখনও তৈরি করা হয়নি।

advertisement

আরও পড়ুন: মাত্র ১৫ দিনে শেয়ার দরে ২৩০ শতাংশ বৃদ্ধি! কারণ অজানা কোম্পানিরও!

ভারতের আগামী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়াও যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন তাঁরা হলেন টি ভি সোমনাথন, অজয় শেঠ, দেবাশিস পাণ্ডা, তরুণ বাজাজ, তুহিন কান্ত পাণ্ডে।

টি ভি সোমনাথন (T V Somanathan) -

advertisement

অর্থ মন্ত্রালয়ের ৫ জন সেক্রেটারির মধ্যে যে সবথেকে সিনিয়র তাকেই বলা হয় ফিনান্স সেক্রেটারি। বর্তমানে এক্সপেন্ডিচার সেক্রেটারি টি ভি সোমনাথনের মাথায় রয়েছে ফিনান্স সেক্রেটারির দায়িত্ব। ইকোনমিক্সে পিএইচডি সোমনাথন ১৯৮৭ সালের ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আধিকারিক। তিনি ২০১৫ সালের এপ্রিল মাস থেকে, ২০১৭ সালের অগাস্ট মাস অবধি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আমলা হিসেবে পরিচিত টি ভি সোমনাথন। আগামী বাজেটের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।

advertisement

আরও পড়ুন: অনলাইন শিক্ষায় জোর? এবারের বাজেটে কি বড় কোন ঘোষণা?

অজয় শেঠ (Ajay Seth) -

অর্থ মন্ত্রকের সবথেকে নতুন সদস্য হলেও, ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি অজয় শেঠের উপরে সবার নজর থাকবে। অজয় শেঠ ১৯৮৭ সালের ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইএএস আধিকারিক। ভারতের জিডিপি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর উপরেই থাকবে।

advertisement

দেবাশিস পাণ্ডা (Debashish Panda) -

দেবাশিস পাণ্ডা ১৯৮৭ সালের ব্যাচের উত্তর প্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিক। দেবাশিস পাণ্ডা ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রমুখ। ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে জড়িত সকল ঘোষণা আনুমানিক ভাবে তাঁরই দায়িত্বের মধ্যে পড়ে। আগামী বাজেটের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।

তরুণ বাজাজ (Tarun Bajaj)-

পূর্ব ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি এবং এখনকার রেভেনিউ সেক্রেটারি তরুণ বাজাজ প্রায় ৫ বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেছেন। তরুণ বাজাজ ১৯৮৮ সালের ব্যাচের হরিয়ানা ক্যাডারের আধিকারিক। টি বি সোমনাথনের মতোই ভারতীয় অর্থনীতির রিফর্ম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তরুণ বাজাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

তুহিন কান্ত পাণ্ডে (Tuhin Kanta Pandey) -

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তুহিন কান্ত পাণ্ডে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সেক্রেটারি। তুহিন কান্ত পাণ্ডে ১৯৮৭ সালের ব্যাচের পঞ্জাব ক্যাডারের আধিকারিক। কেন্দ্রীয় সরকারের প্রাইভেটাইজেশন যোজনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তুহিন কান্ত পাণ্ডে। আগামী বাজেটের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022: অর্থমন্ত্রী সীতারামন, তবে এবারের বাজেটে আর কাদের ভূমিকা উল্লেখ না করলেই নয়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল