আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি থেকে বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC কোড, চলবে না পুরনো চেক
দশম কিস্তির টাকা মাসের প্রথম সপ্তাহেই ট্রান্সফার করা হয়েছিল ৷ এই হিসেব অনুযায়ী অনুমান করা হচ্ছে একাদশ কিস্তির টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ তবে তার আগে চেক করে নিন আপনি এই কিস্তির টাকা পাবেন কিনা ?
advertisement
আরও পড়ুন: ভারতের উপরে ব্যাপক প্রভাব! মোবাইল-গাড়ি সহ একাধিক দ্রব্য আরও দামি হবে
এপ্রিলের শুরুতে মিলবে ১১ তম কিস্তির টাকা ?
পিএম কিষান সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এসে থাকে ৷ দ্বিতীয় কিস্তির টাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে ক্রেডিট করা হয়ে থাকে ৷ এই হিসেব অনুযায়ী, অনুমান করা হচ্ছে এপ্রিলের প্রথম দিকেই আগামী কিস্তির টাকার কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে সরকার ৷
আরও পড়ুন: প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করতে চান ? শুরু করে দিন এই ব্যবসা
কোন কৃষকরা পাবেন না আগামী কিস্তির টাকা ?
- কৃষক পরিবারের কোনও সদস্য যেমন মা, বাবা বা সন্তান আয়করের আওতায় পড়লে এই যোজনার সুবিধা পাবেন না ৷
- নিজের নামে চাষ যোগ্য জমি না থাকলে মিলবে না সুবিধা ৷
- চাষের জমি বাবা, ঠাকুরদা বা পরিবারের অন্য সদস্যের নামে থাকলেও যোজনার সুবিধা মিলবে না ৷
- সরকারি চাকরি করলে এই সুবিধা মিলবে না ৷
- রেজিস্টার্ড চিকিৎসক, ইঞ্জিনিয়র, উকিল ও সিএ-কে এই যোজনার বাইরে রাখা হয়েছে ৷
- কোনও কৃষক যদি বছরে ১০,০০০ টাকা পেনশন পান তাহলে এই যোজনার সুবিধা পাবেন না ৷