TRENDING:

Go First: বিপাকে গো ফার্স্ট, ফের অপারেশন শুরু করতে স্বল্পমেয়াদি তহবিলের খোঁজ, সঙ্কট কাটবে?

Last Updated:

Go First seeks short-term funding: নগদ সঙ্কটে ভোগা এয়ারলাইনটি দ্রুত তহবিলের জন্য দুর্দশাগ্রস্ত ঋণ তহবিল এবং সম্পদ পুনর্গঠন সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সম্প্রতি গো ফার্স্ট-কে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে ডিজিসিএ। এবার অপারেশন শুরু করার জন্য তারা শর্ট টার্ম প্রায়োরিটি ফান্ডিং তুলতে অর্থদাতাদের কাছে যাচ্ছে বলে জানা গিয়েছে। নগদ সঙ্কটে ভোগা এয়ারলাইনটি দ্রুত তহবিলের জন্য দুর্দশাগ্রস্ত ঋণ তহবিল এবং সম্পদ পুনর্গঠন সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ করছে।
বিপাকে গো ফার্স্ট, ফের অপারেশন শুরু করতে স্বল্পমেয়াদি তহবিলের খোঁজ, সঙ্কট কাটবে?
বিপাকে গো ফার্স্ট, ফের অপারেশন শুরু করতে স্বল্পমেয়াদি তহবিলের খোঁজ, সঙ্কট কাটবে?
advertisement

অপারেশনাল কারণে ২৫ জুলাই পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করে গো ফার্স্ট। রবিবার ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে এ খবর জানায় তারা। পাশাপাশি অবিলম্বে এই সমস্যার সমাধান এবং অপারেশন পুনরজ্জীবিত করার উদ্দেশ্যে আবেদনও জমা দিয়েছে বিমান সংস্থাটি।

আরও পড়ুন- জলের মধ্যে আলিঙ্গনবদ্ধ যুগল, ভেঙে গেল সব বাঁধ! ভাইরাল ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?

advertisement

গো ফার্স্টের তরফে বলা হয়, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, অপারেশনাল কারণে ২৫ জুলাই, ২০২৩ পর্যন্ত নির্ধারিত গো ফার্স্ট ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’

অন্য একটি ট্যুইটে তারা আরও জানায়, ‘‘সংস্থা অবিলম্বে সমাধান এবং অপারেশন পুনরজ্জীবিত করার জন্য আবেদন জানিয়েছে। আমরা শীঘ্রই ফের বুকিং শুরু করব। ধৈর্য সহকারে অপেক্ষার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।’’

advertisement

আরও পড়ুন– বিমানের মধ্যেই বিজনেস টাইকুনের হাতে ধরানো হল চিরকুট; কী লেখা ছিল তাতে?

২ মে গো ফার্স্ট প্রথমবার তাদের উড়ান বাতিল করেছিল। শুধু তাই নয়, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের কাছে নিজেদের দেউলিয়া ঘোষণা করে তারা। মার্কিন ভিত্তিক ইঞ্জিন প্রস্তুতকারক, প্র্যাট অ্যান্ড হুইটনির বিরুদ্ধে বিলম্বের অভিযোগ তুলেছে বিমান সংস্থাটি।

advertisement

ডিজিসিএ সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছে, দিল্লি হাইকোর্ট এবং এনসিএলটি-র কাছে মুলতুবি থাকা ‘রিট পিটিশন/আবেদনের ফলাফলের সাপেক্ষে’ তারা গো ফার্স্টের পুনরজ্জীবনের পরিকল্পনাটি খতিয়ে দেখছে। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে, গো ফার্স্টকে অপারেটর সার্টিফিকেট রাখার জন্য প্রযোজ্য সমস্ত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলতে হবে। নিশ্চিত করতে হবে ফিটনেস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডিজিসিএ বলেছে, রেজোলিউশন প্রফেশনাল প্রস্তাবিত ফ্লাইট সময়সূচি জমা দিতে হবে, যা উপযোগী বিমান, যোগ্য পাইলট, কেবিন ক্রু, এএমই, ফ্লাইট প্রেরক ইত্যাদির পরিপ্রেক্ষিতে উপলব্ধ সংস্থানগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Go First: বিপাকে গো ফার্স্ট, ফের অপারেশন শুরু করতে স্বল্পমেয়াদি তহবিলের খোঁজ, সঙ্কট কাটবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল