TRENDING:

আয়কর বাঁচাতে চান? ‘এই’ স্কিমে বিনিয়োগ করুন, ট্যাক্স ছাড়ের সঙ্গে মিলবে ১২ শতাংশ হারে রিটার্নও

Last Updated:

Tax Savings: প্রথমত, ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম সরাসরি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। দীর্ঘমেয়াদে বার্ষিক ১১ থেকে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোথায় বিনিয়োগ করলে ট্যাক্স বাঁচানো যাবে? সঙ্গে মিলবে ভাল রিটার্ন? মার্চের আগে তারই খোঁজে থাকেন করদাতারা। আয়কর আইনের ধারা ৮০সি-এর আওতায় ট্যাক্স সেভিংস প্ল্যানগুলোর মধ্যে ‘ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম’ সবচেয়ে ভাল বলে মনে করেন কর বিশেষজ্ঞরা।
News18
News18
advertisement

তাঁদের মতে, ট্যাক্স বাঁচানোর জন্য করদাতাদের ধারা ৮০সি-এর আওতায় ১.৫ লাখ টাকা ছাড়ের পাশাপাশি ধারা ৮০ডি-এর আওতায় স্বাস্থ্যবিমা এবং ধারা ৮০সিসিডি-এর আওতায় এনপিএসেও বিনিয়োগ করা উচিত। ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএসে বছরে ৫০ হাজার টাকা জমা করলে অতিরিক্ত ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: Gold Loan নিচ্ছেন? ভুলেও ‘এই’ ৪ ভুল করবেন না, নাহলে আজীবন পস্তাবেন

advertisement

অনেকেই জানতে চান, ন্যাশনাল পেনশন সিস্টেম, ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এলআইসি-এর মতো বিভিন্ন ট্যাক্স সেভিংস স্কিমের মধ্যে কোনটা ভাল? এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন আনন্দ রাঠি ওয়েলথ লিমিটেডের চিন্তক শাহ। তিনি বলছেন, “আমার মতে, ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমই আদর্শ।“

এর কারণও ব্যাখ্যা করেছেন চিন্তক শাহ। তাঁর কথায়, “এর দুটো কারণ। প্রথমত, ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম সরাসরি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। দীর্ঘমেয়াদে বার্ষিক ১১ থেকে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। দ্বিতীয়ত, মাত্র ৩ বছরের লক ইন পিরিয়ড থাকে। অর্থাৎ বিনিয়োগকারী ৩ বছর পর টাকা তুলে নিতে পারেন।“

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্কের চেক লেখা যাবে না কালো কালিতে? RBI-এর নির্দেশিকা কী বলছে? জেনে নিন সত্যিটা

ইএলএসএসে বিনিয়োগ করার দুটি সুবিধা রয়েছে। ট্যাক্স ছাড় পাওয়া যায়। এবং রিটার্ন ভাল মেলে। এমনটাই বলছেন চিন্তক। তাঁর কথায়, “বিনিয়োগকারী প্রয়োজন পড়লে টাকা তুলে নিতে পারেন। কিংবা ধারা ৮০সি-এর আওতায় লাভের জন্য নতুন ইএলএসএস স্কিমে পুনরায় বিনিয়োগ করতে পারেন। ট্যাক্স ছাড় এবং ভাল রিটার্নের জন্যই এটা সবচেয়ে ভাল বিকল্প।“

advertisement

একই কথা বলছেন ট্যাক্স কানেক্ট অ্যাডভাইজারি সার্ভিসেস এলএলপি-এর বিবেক জালান। তাঁর কথায়, “বিনিয়োগকারীর ঝুঁকি নেওয়ার ক্ষমতা, প্রয়োজন এবং আর্থিক লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ করা উচিত। এনএসসি, পিপিএফের মতো স্কিমে সুদের হার নির্দিষ্ট। প্রতি ৩ মাস অন্তর কেন্দ্রীয় সরকার ঘোষণা করে। কিন্তু ইএলএসএস স্কিমে সুদের হার স্থির নয়। পুরোটাই বাজার পরিস্থিতির উপর নির্ভর করে। বাজার উঠলে লাভের সম্ভাবনা বেড়ে যায়।“

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রসঙ্গত, ধারা ৮০সি-এর আওতায় বিনিয়োগ এবং সেভিংস স্কিমের মধ্যে ইএলএসএস, পিপিএফ (পাবলিক প্রভিডেন্ট ফান্ড), সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসি, জীবন বীমা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, এনপিএস ধারা ৮০সিসিডি-এর আওতায় আসে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আয়কর বাঁচাতে চান? ‘এই’ স্কিমে বিনিয়োগ করুন, ট্যাক্স ছাড়ের সঙ্গে মিলবে ১২ শতাংশ হারে রিটার্নও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল