ব্যাঙ্কের চেক লেখা যাবে না কালো কালিতে? RBI-এর নির্দেশিকা কী বলছে? জেনে নিন সত্যিটা
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি-এর তরফে জানানো হয়েছে, চেকে কালো কালি ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল।
advertisement
advertisement
পিআইবি-এর ফ্যাক্ট চেক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লেখা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, কালো কালিতে চেক লেখার উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই দাবি সম্পূর্ণ ভুয়ো। চেক লেখার জন্য নির্দিষ্ট কোনও কালির রঙ নিয়ে এমন কোনও নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্ক জারি করেনি।“
advertisement
advertisement
চেক হল লিখিত দলিল। গ্রাহক সেটা ব্যাঙ্কে জমা দেন। তাতে বলা থাকে, নির্দিষ্ট পরিমাণ অর্থ সেই চেকের উপর লেখা নামের ব্যক্তিকে দেওয়া হোক। এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, “চেক হল একটি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা স্থানান্তরযোগ্য দলিল। ব্যাঙ্কিং পরিভাষায়, এটি এমন একটি দলিল যার মাধ্যমে গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়, অথবা এই দলিল ব্যাঙ্কে জমা দিলে বা নির্দিষ্ট তারিখে টাকা দেওয়া হয়।“
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের চেক ট্রাঙ্কেশন সিস্টেম (CTS) অনুযায়ী, “গ্রাহকদের চেক লেখার সময় ইমেজ ফ্রেন্ডলি রঙের কালি ব্যবহার করা উচিত। যাতে লেখা পরিষ্কারভাবে পড়া যায়। পাশাপাশি স্থায়ী কালি ব্যবহার করতে হবে। যাতে পরবর্তীকালে কোনও পরিবর্তন না হয়।“ তবে রিজার্ভ ব্যাঙ্ক চেক লেখার জন্য কোনও নির্দিষ্ট রঙের কালি ব্যবহারের নিয়ম জারি করেনি।
advertisement