ইঞ্জিন
Tata Punch গাড়িটির ইঞ্জিন ৬০০০ আরপিএম (RPM) এ ৮৬ পিএস (PS) অবধি ম্যাক্সিমাম পাওয়ার এবং ৩৩০০ আরপিএম এ ১১৩ এনএম (Nm) অবধি স্পিড জেনারেট করতে সক্ষম।
ট্রান্সমিশন
Tata Punch গাড়িটিতে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স স্ট্যান্ডার্ড। এছাড়াও এই গাড়িটিতে ৫-স্পিড এএমটি (AMT) এর সুবিধাও পাওয়া যাবে।
advertisement
ড্রাইভ মোড
Tata Punch গাড়িটিতে আলাদা আলাদা রাইডিং কন্ডিশনের জন্য দু'টি ড্রাইভ মোড দেওয়া হয়েছে। একটি হল ইকো (Eco) এবং আরেকটি সিটি (City)।
মডেল
ভারতে Tata Punch এর চারটি মডেল পাওয়া যাচ্ছে। এগুলি হল পিওর (Pure), অ্যাডভেঞ্চার (Adventure), অ্যাকমপ্লিসড (Accomplished) এবং ক্রিয়েটিভ (Creative)।
কালার অপশন
- অ্যাটোমিক অরেঞ্জের (Atomic Orange) সঙ্গে ব্ল্যাক রুফ
- টর্নেডো ব্লুর (Tornado Blue) সঙ্গে হোয়াইট রুফ
- ক্যালিপসো রেডের (Calypso Red) সঙ্গে হোয়াইট রুফ
- অরকাস হোয়াইটের (Orcus White) সঙ্গে ব্ল্যাক রুফ
- ডেটোনা গ্রের (Daytona Grey) সঙ্গে ব্ল্যাক রুফ
- ট্রপিকাল মিস্টের (Tropical Mist) সঙ্গে ব্ল্যাক রুফ
- মেটেওর ব্রোঞ্জের (Meteor Bronze) সঙ্গে ব্ল্যাক রুফ
ফুয়েল ক্ষমতা
Tata Punch গাড়িটিতে রয়েছে ৩৭ লিটার ক্ষমতাসম্পন্ন ফুয়েল ট্যাঙ্ক।
ডায়মেনশন
Tata Punch গাড়িটি প্রায় ৩৮২৭ মিলিমিটার লম্বা, ১৭৪২ মিলিমিটার চওড়া এবং ১৬১৫ মিলিমিটার উঁচু। এছাড়াও এতে রয়েছে ২৪৪৫ মিলিমিটারের হুইলবেস।
স্পেস
Tata Punch গাড়িটিতে আইএসও ভি২১৫(ISO V215) এ ৩৬৬ লিটারের বুট স্পেস রয়েছে। এছাড়া আইএসও ২০১ (ISO 201) এ ৩১৯ লিটারের বুট স্পেস দেওয়া হয়েছে।
ব্রেক
Tata Punch গাড়িটির ফ্রন্টে রয়েছে ডিস্ক ব্রেক। এছাড়াও এর গিয়ারে রয়েছে ড্রাম ব্রেক।
মূল্য
ভারতের বাজারে Tata Punch গাড়িটির দাম ৫.৪৯ লাখ টাকা থেকে শুরু। এর টপ মডেলের দাম প্রায় ৯.৩৯ লাখ টাকা।