TRENDING:

দীপাবলি উপলক্ষে গাড়িতে দুর্দান্ত ছাড়, টাটা ও মারুতির এই গাড়িতে মিলবে ৪০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট!

Last Updated:

মারুতি সুজুকি দীপাবলিতে তাদের স্মল সেগমেন্ট বাজেট গাড়ি এস প্রেসো-এর উপর ৫৪ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীপাবলিতে গাড়ির বাজারের আকাশে বরাবরই ছাড়ের আতসবাজির দেখা মেলে। এই বছরও তার ব্যতিক্রম নয়।
advertisement

মারুতি সুজুকি তাদের ফ্ল্যাগশিপ মডেল অল্টো ১০-এ ৩৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করছে। এর মধ্যে রয়েছে ২০ হাজার টাকার ক্যাশ বোনাস, ৪ হাজার টাকার কর্পোরেট বোনাস এবং ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস। অল্টো ১০ গাড়ির দাম ৩.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং ৫.৮৩ লক্ষ পর্যন্ত যায়।

আরও পড়ুন: দীপাবলিতে আকর্ষণীয় অফার, জিওমার্ট এবং স্মার্টস্টোরে পান ৮০ শতাংশ পর্যন্ত ছাড়

advertisement

মারুতি কোম্পানির খুবই জনপ্রিয় স্মল হ্যাচব্যাক গাড়ি সেলেরিতেও বিশাল ছাড় দিচ্ছে কোম্পানি। মারুতির এই গাড়িতে ৫৪ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই গাড়িটি কিনলে গ্রাহক ৩৫ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় পেতে পারেন। এছাড়াও, ১৫ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ৪ হাজার টাকা কর্পোরেট ডিসকাউন্ট প্রদান করা হচ্ছে। তবে কোম্পানি তার সিএনজি ভ্যারিয়েন্টে কোনও ছাড় প্রদান করছে না মারুতি সেলেরিও গাড়ির এক্স শোরুম দাম ৫.২৫ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত হয়।

advertisement

মারুতি সুজুকি দীপাবলিতে তাদের স্মল সেগমেন্ট বাজেট গাড়ি এস প্রেসো-এর উপর ৫৪ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এর মধ্যে রয়েছে ৩৫ হাজার ক্যাশব্যাক, ১৫ হাজার এক্সচেঞ্জ বোনাস এবং ৪ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট। এস প্রেসো গাড়ির দাম ৪.২৫ লক্ষ টাকা থেকে ৫.৯৯ লক্ষ টাকা।

আরও পড়ুন: সাবধান! No Cost EMI-তে লাভ হয়, না কি আদতে ফাঁদে পড়ছেন? জেনে নিন বিশেষজ্ঞদের মত!

advertisement

টাটা প্রথমে টিয়াগো গাড়ির ইভি ভ্যারিয়েন্ট বাজারে এনে খুব জনপ্রিয়তা লাভ করে। দীপাবলি উপলক্ষে কোম্পানি গাড়ির পেট্রোল ভ্যারিয়েন্টগুলিতে বিশাল ছাড় দিচ্ছে। কোম্পানি টিয়াগোর ম্যানুয়াল ভ্যারিয়েন্টে ২০ হাজার টাকা ছাড় এবং ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস প্রদান করবে বলে জানিয়েছে। এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্টেও একই অফার দেওয়া হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অল্ট্রোজ গাড়ির উপর টাটা ২০ হাজার টাকা ছাড় দিচ্ছে। কোম্পানিটি ২০ হাজার টাকার নগদ ছাড় এবং ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস প্রদান করবে। তবে এই গাড়ির অটোমেটিক মডেলে কোনও ছাড় দেওয়া হচ্ছে না।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দীপাবলি উপলক্ষে গাড়িতে দুর্দান্ত ছাড়, টাটা ও মারুতির এই গাড়িতে মিলবে ৪০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল