TRENDING:

Alert: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার মার্কেটে প্রশিক্ষণ নিচ্ছেন? খোয়াতে পারেন সর্বস্ব

Last Updated:

শেয়ার কেনাবেচার প্রশিক্ষণ দিয়ে আর্থিক লাভের প্রলোভন দেখিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগে দুবাইয়ে গা ঢাকা নদিয়ার এক চিটফান্ড কেলেঙ্কারির নায়কের। শেয়ার কেনাবেচার প্রশিক্ষণ দিয়ে আর্থিক লাভের প্রলোভন দেখিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে। এই সংস্থায় প্রশিক্ষণ দেয়ার বিজ্ঞাপন দিয়ে মানুষকে লগ্নী করা হত একাধিক চিটফান্ড সংস্থায়।
News18
News18
advertisement

এই সকল চিটফান্ডের কর্ণধার ছিলেন শুভ্র কান্তি নাগ নামে নদিয়ার কালিনায়নপুর এক বাসিন্দার। কালী নারায়নপুর এই তৈরি করা হয়েছিল তাদের প্রধান কার্যালয়। এখান থেকে গোটা রাজ্যজুড়ে চলতো টাকা প্রতারণা করার কাজ।

আরও পড়ুন: জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা

কয়েকশো কোটি টাকার প্রতারণার করার অভিযোগ এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স এর কাছে। তদন্ত শুরু করে অফিস সিল করে দেয় প্রশাসন। ঘটনার পর পলাতক অভিযুক্তরা। এই ঘটনার নাম উঠে আসে আর এক অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের নাম। ঘটনার পর তিনিও পলাতক।

advertisement

View More

বিভিন্ন জায়গা থেকে মানুষকে শেয়ার বাজারের প্রশিক্ষণ দেওয়ার স্টক গুরুকুলের নামে সংস্থার বিজ্ঞাপন দিয়ে প্রশিক্ষণ দেয়ার মানুষকে লগ্নী করা হত একাধিক চিটফান্ড সংস্থায়। স্থানীয় পঞ্চায়েত থেকে সংগ্রহ করেছিল একাধিক ট্রেড লাইসেন্স।এই সকল চিটফান্ডের কর্ণধার ছিলেন শুভ্র কান্তি নাগ নামে কালিনায়নপুর এক বাসিন্দার। কালী নারায়নপুর এই তৈরি করা হয়েছিল তাদের প্রধান কার্যালয়। এখান থেকে গোটা রাজ্যজুড়ে চলতো টাকা প্রতারণা করার কাজ। অভিযোগের দায়ে পড়ে তদন্ত শুরু হয়েছে। সিল করে দেয়া হয়েছে অফিস।

advertisement

আরও পড়ুন: এই ৫ কারণে স্টক মার্কেটে হট্টগোল, সেনসেক্স ৮৫০ পয়েন্ট কমেছে, বিনিয়োগকারীরা ৭ লাখ কোটি টাকা হারিয়েছেন

ঘটনায় দিসে হারা লগ্নিকারীরা। তবে এই সব বিষয়ে এখন রীতিমতো প্রধান অভিযুক্ত পলাতক। যেখানে পঞ্চায়েত প্রধান ও জড়িত। সাধারণ মানুষ চাইছেন তাঁদের টাকা। যদিও প্রাক্তন প্রধান বিষয় টি জেনে উসমা প্রকাশ করেছেন। তিনিও বলছেন এই সংস্থার কাজ কর্ম তার সময়ও হয়েছে।

advertisement

তবে অজ্ঞাতবাসে থেকে কর্ণধারের বক্তব্য তিনি সমস্ত মানুষের টাকা ফিরিয়ে দিতে চান।তাহলে এখন দেখার বিষয় আদৌ কি টাকা ফিরে পাবেন?সাধারণ মানুষ নাকি অন্যান্য চিটফান্ড এর মতো এই বিষয়েও প্রতারিত হবেন তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Mainak Debnath

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার মার্কেটে প্রশিক্ষণ নিচ্ছেন? খোয়াতে পারেন সর্বস্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল