স্কুটারটিকে আকর্ষণীয় করতে সাইড প্যানেল এবং সামনের অ্যাপ্রনটিতে সবুজ রঙ দেওয়া হয়েছে। অন্য দিকে, পার্ল মিরাজ হোয়াইট পেইন্টের সাইড স্কার্টের সাইড প্যানেল, সামনের অ্যাপ্রন বেশ আকর্ষণীয় দেখায়। লক্ষণীয় যে এই স্কুটারটি ইতিমধ্যেই পার্ল সুজুকি ডিপ ব্লু, মেটালিক ম্যাট প্ল্যাটিনাম সিলভার, পার্ল মিরাজ হোয়াইট, গ্লাস স্পার্কল ব্ল্যাক, গ্লাসি গ্রে এবং ম্যাট গ্রে রঙে পাওয়া যাচ্ছে। দামের কথা বললে, অ্যাকসেস ১২৫-এর এর এক্স-শোরুম মূল্য প্রায় ৮৩ হাজার টাকা।
advertisement
আরও পড়ুন: পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের জন্য রয়েছে বড় আপডেট, মিলবে বিরাট সুবিধা
এই প্রসঙ্গে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সাতোশি উচিদা বলেন, ‘উৎসবের কথা মাথায় রেখেই সুজুকি অ্যাকসেস ১২৫-কে নতুন রঙে রাঙানো হল। গ্রাহকরা প্রাণবন্ত রঙ বেছে নিতে পারবেন। তরুণরাও এই রঙের সঙ্গে একাত্ম বোধ করবেন’।
স্মার্টফোন সংযোগও: সুজুকি অ্যাকসেস ১২৫-এ স্মার্টফোন সংযোগও পাওয়া যাবে। চালক ব্লুটুথের মাধ্যমে তাঁর স্মার্টফোনকে স্কুটারের সঙ্গে সিঙ্ক করাতে পারবেন। এর ফলে ডিসপ্লেতেই নেভিগেশন, ইনকামিং কল অ্যালার্ট, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ অ্যালার্ট দেখা যাবে। শুধু তাই নয়, এর সঙ্গে ডিসপ্লেতে ফোনের ব্যাটারি লেভেল, হাই স্পিড ওয়ার্নিং, মাইলেজ এবং ইঞ্জিনের তাপমাত্রার পাশাপাশি সার্ভিস ইন্ডিকেটরও থাকছে।
আরও পড়ুন: সুকন্যা সমৃদ্ধি যোজনা না এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স ফান্ড! কোথায় বিনিয়োগ করবেন ?
ইঞ্জিনে কোনও পরিবর্তন হয়নি: সুজুকি অ্যাকসেস ১২৫-এর নতুন মডেলে শুধুমাত্র কসমেটিক পরিবর্তন করা হয়েছে। ইঞ্জিন একই থাকছে। অর্থাৎ আগের সেই ১২৪ সিসি ইঞ্জিনই রয়েছে, যা সুজুকি ইকো পারফরমেন্স টেকনোলজি দিয়ে সজ্জিত। এটা ৮.৬ বিএইচপি শক্তি এবং ১০ এনএম টর্ক জেনারেট করে। স্কুটারে রয়েছে ৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এছাড়াও একটি জ্বালানি রিফিল ঢাকনা, এলইডি হেডল্যাম্প এবং ফোন চার্জ করার জন্য একটি ইউএসবি সকেট রয়েছে।