TRENDING:

Valentines Day Special: সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে! আর এই সময়ে ছোট ব্যবসা করেই রয়েছে মালামাল হওয়ার সুযোগ!

Last Updated:

ফলে এই সময় এই জিনিসগুলি রমরমিয়ে বিক্রি হয়। প্রেমের মরশুমে এই ব্যবসা করে বিপুল লাভের মুখ দেখা সম্ভব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি গোটা বিশ্বে হইহই করে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। অবশ্য উদযাপন শুরু হয়ে যায় ৭ ফেব্রুয়ারি থেকেই। রোজ ডে থেকে শুরু হয়ে সব শেষে আসে প্রেম দিবস। এই সময় প্রেমিক-প্রেমিকারা একে অপরকে মিষ্টি সব উপহার দিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হল কেক, ফুল, মিষ্টি, কুকিজ, চকোলেট, গিফট, টেডি বিয়ার ইত্যাদি। অনেকেই আবার মনের মানুষটার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করে থাকেন। ফলে এই সময় এই জিনিসগুলি রমরমিয়ে বিক্রি হয়।প্রেমের মরশুমে এই ব্যবসা করে বিপুল লাভের মুখ দেখা সম্ভব। রইল এই সময়ের জন্য আদর্শ কিছু ব্যবসার আইডিয়া।
advertisement

কুকির ব্যবসা:

এই সময়ে অনেকেই প্রিয় মানুষকে কুকিজ উপহার দিয়ে থাকেন। ফলে কুকি বানাতে জানলে তো কথাই নেই! স্বল্প মূলধন নিয়ে কুকিজের ব্যবসা করা যেতে পারে। আর অনলাইনে বিক্রয় করার অপশন তো রয়েছেই!

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে-তে রয়েছে টাকা উপার্জনের অঢেল সুযোগ! চেষ্টা করে দেখবেন না কি?

চকোলেটের ব্যবসা:

advertisement

আজকাল উপহার হিসেবে হ্যান্ডমেড চকোলেটের দারুন কদর। ফলে এটাও খুবই ভাল উপায়। চকোলেট তৈরি করতে জানলে তাই ভ্যালেন্টাইন্স ডে-র সময় এই ব্যবসা করতে পারেন। আর এতে খুবই স্বল্প মূলধন লাগে।

অ্যাফিলিয়েট মার্কেটিং:

যাঁদের ব্লগ এবং ওয়েবসাইট রয়েছে, তাঁরা সেখান থেকেই কিছু সামগ্রী বিক্রি করা শুরু করতে পারেন। কিন্তু কেমন হবে সেই সামগ্রী? আসলে এই সময় পার্সোনালাইজড উপহার, ফুল, গ্রিটিংস কার্ড, চকোলেট ইত্যাদি বিক্রি করা যাবে।

advertisement

আরও পড়ুন: দাম বাড়ল সোনা-রুপোর গয়নার, আর কত বাড়তে পারে দাম ? জেনে নিন এখানে

ফ্লোরিস্ট বা ফুলের দোকান:

ফুলের দোকান খোলা যেতে পারে। বিনিয়োগের ক্ষমতা অনুযায়ী নানা ধরনের উপহারযোগ্য ফুল রাখতে হবে। আসলে এই সময় সমস্ত প্রেমিক-প্রেমিকাই একে অপরকে ফুল উপহার দিয়ে থাকেন। আর তা বিক্রি করা যাবে অফলাইন এবং অনলাইনেও।

advertisement

গ্রিটিংস কার্ড:

ভ্যালেন্টাইন্স ডে-র গ্রিটিংস কার্ডও খুবই জনপ্রিয় উপহার। এই সময় হ্যান্ডক্র্যাফ্টেড কার্ড এবং ডিজিটাল প্রিন্টেড কার্ডের চাহিদা খুবই বেশি। আর সব থেকে বড় কথা হল, এই ব্যবসায় খুবই স্বল্প মূলধন লাগে। এমনকী বাড়িতেই শুরু করা যাবে ব্যবসা।

পার্সোনালাইজড উপহারের ব্যবসা:

মার্কেটিংয়ের অভিজ্ঞতা থাকলে পার্সোনালাইজড উপহারের ব্যবসা শুরু করা যেতে পারে। কারণ এই ধরনের উপহারের চাহিদা আজকাল বেড়েছে। অনলাইন কিংবা রিটেল স্টোরের মাধ্যমেই এই ব্যবসা দাঁড় করানো সম্ভব।

advertisement

সফট টয়ের ব্যবসা:

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সফট টয়ও খুবই পছন্দের উপহার এই সময়। আর এই ধরনের টয় বানাতে জানা থাকলে তো কথাই নেই! শুরু করা যেতে পারে সফট টয়ের ব্যবসা। না-জানা থাকলেও অসুবিধা নেই। রি-সেলও করা যেতে পারে।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Valentines Day Special: সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে! আর এই সময়ে ছোট ব্যবসা করেই রয়েছে মালামাল হওয়ার সুযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল