TRENDING:

Success Story: ৫০০ টাকা দিয়ে শুরু! আজ ৪ কোম্পানির মালিক, ১৫০ কোটি টাকার ব্যবসা! সূর্যেন্দু বিকাশ করের জীবন কাহিনি

Last Updated:

Success Story: ৫০০ টাকা দিয়ে শুরু হওয়া ছোট দোকান আজ দেড়শ কোটি টাকার কোম্পানি। সংগ্রাম আর আত্মবিশ্বাসের জোরে সূর্যেন্দু বিকাশ কর গড়েছেন কার গ্রুপ অফ কোম্পানিজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি, মদন মাইতি: বাবার কাছ থেকে মাত্র ৫০০ টাকা নিয়ে শুরু করেছিলেন পশু খাদ্যর ব্যবসা। আজ তিনি চারটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক। ১৫০ কোটি টাকার ব্যবসা। কার গ্রুপ অফ কোম্পানির মালিক কাঁথির সূর্যেন্দু বিকাশ কর। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মানিকপুর গ্রামে ছোটবেলা থেকে বড় হওয়া। বাবা ছিলেন একজন স্কুলশিক্ষক। সংসার চলত অনেক কষ্টে। তবুও তাঁর মনে ছিল অনেক বড় স্বপ্ন। কলেজে পড়াকালীন প্রথম বর্ষেই ঠিক করলেন, চাকরি নয়, নিজেই তৈরি করবেন নিজের কোম্পানি। মধ্যবিত্ত পরিবারে বাবা পড়াশোনা শেষ করে চাকরি করতে বলেছিল। তবুও তিনি পিছিয়ে যাননি। নিজের জেদে মাত্র ৫০০ টাকার ছোট দোকান দিয়ে শুরু করেন জীবনের সবচেয়ে বড় যাত্রা।
advertisement

শুরুটা ছিল খুব কঠিন। ৫০০ টাকা দিয়ে শুরু করলেন পশু খাদ্যের দোকান। দোকানে বিক্রি ঠিকমত হচ্ছিল না। টাকা আসত কম, খরচ বাড়ত বেশি। ব্যবসায় একের পর এক ধাক্কা আসতে থাকে। এমন অবস্থা তৈরি হয় যে তিনি বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ খুঁজতে যান। কিন্তু সেখানেও মিলল না কাজের সুযোগ। প্রতিটি দরজায় তাকে দেখতে হয় ‘নো ভ্যাকেন্সি’ বোর্ড। কয়েক মাস পর মন ভেঙে বাড়ি ফিরে আসেন।

advertisement

আরও পড়ুন: শীতের দিঘায় বাড়তি রোমাঞ্চ! সমুদ্রস্নান নয়, মোহনায় ছিপ হাতে মাছ ধরছেন পর্যটকরা!

বাড়িতে ফিরে তিনি ব্যবসাকে অন্যভাবে গুছিয়ে তোলেন। ধীরে ধীরে বাড়তে থাকে দোকানের গ্রাহক। পরিচিতি বাড়ে চারদিকে। ছোট দোকান বড় হতে শুরু করে। তারপর তিনি পশু খাদ্যের পাশাপাশি আরও কিছু নতুন ব্যবসার দিকে নজর দেন। কয়েক বছরের মধ্যেই তাঁর ব্যবসা নতুন স্বপ্ন দেখতে শুরু করে। শুধু দোকান নয়—তিনি একটার পর একটা নতুন ইউনিট শুরু করেন। কর্মসংস্থানের সুযোগও বাড়তে থাকে। বহু সাধারণ পরিবারের ছেলে-মেয়েরা তাঁর কোম্পানিতে চাকরির সুযোগ পান।

advertisement

আরও পড়ুন: জগন্নাথ মন্দির কতকিছু বদলে দিল দিঘায়! ছুটে আসছেন ভিন রাজ্যের শিল্পীরাও, খুঁজে পাচ্ছেন নতুন নতুন আয়ের দিশা

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

বর্তমানে সূর্যেন্দু বিকাশ কর ‘কার গ্রুপ অফ কোম্পানিজ’-এর মালিক। তাঁর অধীনে রয়েছে চারটি কোম্পানি। রয়েছে আধুনিক ফ্যাক্টরি, স্টার ক্যাটাগরির হোটেল, একাধিক স্টোর। ১৫০ কোটি টাকার কোম্পানি। কর্মরত রয়েছেন ৪০০-রও বেশি কর্মী। একসময়ের ৫০০ টাকার একটি পশু খাদ্য দোকান আজ শত শত মানুষের রোজগারের জায়গা হয়ে উঠেছে। সূর্যেন্দু বাবু এখন এলাকার তরুণদের কাছে এক অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন—পরিশ্রম, ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকলে ৫০০ টাকার দোকান একদিন দেড়শ কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়। কাঁথির মাটিতে জন্ম নেওয়া এই উদ্যোগপতির গল্প এখন অনেক তরুণের কাছে পথ দেখানোর আলোকবর্তিকা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: ৫০০ টাকা দিয়ে শুরু! আজ ৪ কোম্পানির মালিক, ১৫০ কোটি টাকার ব্যবসা! সূর্যেন্দু বিকাশ করের জীবন কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল