TRENDING:

Success Story: ফুটবলার থেকে পানওয়ালা, পঞ্চাশ বছরের ‘সাঁতরার পান’ এখন ভারত বিখ্যাত

Last Updated:

West Medinipur News: কাঁচা পাতার ব্যবসা। মাত্র ৯৫ টাকা দিয়ে শুরু পানের দোকান। বেশ কয়েক হাজার টাকা রোজগার করেন প্রতিদিন। বাবা এবং ছেলে মিলে দোকান সামলান সারাদিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: কথায় আছে ‘খাইকে পান বেনারসওয়ালা’। তবে পান খাওয়ার জন্য আর বেনারস যাওয়ার প্রয়োজন নেই। প্রায় ৫০ বছর ধরে পান বিক্রি করছেন এক প্রাক্তন ফুটবল খেলোয়াড়। সালটা প্রায় সত্তরের দশক। ফুটবল মাঠের সব ফিল্ডে তার অসাধারণ দক্ষতা। তবে খেলতে গিয়ে পায়ে চোট পাওয়ায় বদলে যায় তার জীবন। ফুটবলার থেকে হতে হয় ফুটপাথের পানওয়ালা। এরপর থেকে শুরু তার জীবন যুদ্ধ। মাত্র ৯৫ টাকা দিয়ে শুরু তার ব্যবসা। আজ তাঁর পান ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি গিয়েছে সৌদি আরবও। বেলদার পান আজ পাড়ি দিয়েছে বেনারসেও। প্রতিদিন ব্যক্তির সংখ্যা প্রায় এক হাজার থেকে দেড় হাজার পিস।
advertisement

আরও পড়ুন– কোথাও ৫ হাজার-কোথাও আবার মাত্র হাজার ! বিহারের বহু আসনে খুব অল্প ব্যবধানেই জয়-পরাজয়ের ভাগ্য নির্ধারণ

কাঁচা সবুজ পান পাতা, তাতে চুন-খয়ের এমনকী, বিভিন্ন মশলা দিয়ে সাজিয়ে দেন তিনি। যেমন পছন্দ তেমনই পানের সাজ। এভাবেই দীর্ঘ অর্ধেক শতক তিনি পার করে ফেলেছেন পান বিক্রি করে। পান বিক্রি সংসার চালানোর জন্য অন্যতম পেশা হয়ে দাঁড়িয়েছে। আর তার হাতে তৈরি পান যাচ্ছে দেশ ও বিদেশে। বিভিন্ন গাড়ির চালক, সাধারণ মানুষ মেদিনীপুর, খড়গপুর, কাঁথি থেকেও শুধুমাত্র একটা পান খেতে আসে তার কাছে। যেমন সুন্দর পান তেমনই মশলাও দারুণ। আর এই পানের নেশায় যেন মন মজেছে সকলের। আর এভাবেই সাধারণ গ্রাহকদের পছন্দে দীর্ঘ প্রায় পাঁচ দশক কাটিয়ে ফেলেছেন এই বৃদ্ধ।

advertisement

আরও পড়ুন– ‘বাবার টাকায় পড়তে চাইনি’, NEET-এর ধাক্কার পর ১ কোটি টাকার বেসরকারি কলেজের প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা বলছেন গোয়ার ডাক্তার

View More

পশ্চিম মেদিনীপুরের বেলদা বাইপাস সংলগ্ন এলাকায় রয়েছে সাঁতরার পানের দোকান। দোকানের মালিক তথা এককালের ফুটবলার বীরেন্দ্রনাথ সাঁতরা। এককালে অবিভক্ত মেদিনীপুর জেলায় দাপিয়ে ফুটবল খেলেছেন। মাঠের যে কোনও প্রান্ত থেকে তার শট যেন সোজা গোলপোস্টে। এরপর পা ভেঙে যাওয়ায় বেলদা ছায়ামহল সিনেমা হলের কাছে ফুটপাতের উপর সামান্য পুঁজি দিয়ে শুরু করেন ব্যবসা। সিনেমা দেখতে আসা মানুষজনের কথা ভেবে পান দোকান দেন বীরেন্দ্র বাবু। এরপর দোকান বদলে এসেছেন বেলদা বাইপাস সংলগ্ন এলাকায়। প্রতিদিন প্রায় ১০০০ পাতা পান বিক্রি করেন। এতেই চলে তার সংসারের খরচ। তার হাতে তৈরি পাড়িয়ে দিয়েছে ভারতের মুম্বই, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই-সহ ভিন দেশেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রসে টইটুম্বুর 'রসগোল্লা'...! বাঙালির প্রিয় 'মিষ্টি' এবার ২০ দুর্ধর্ষ স্বাদে, জানুন ঠিকানা!
আরও দেখুন

কাঁচা পাতার ব্যবসা। মাত্র ৯৫ টাকা দিয়ে শুরু পানের দোকান। বেশ কয়েক হাজার টাকা রোজগার করেন প্রতিদিন। বাবা এবং ছেলে মিলে দোকান সামলান সারাদিন। তবে ষাটোর্ধ্ব এই বৃত্তের প্রতিভা এবং দীর্ঘ এত বছর ধরে পানের ব্যবসা বেশ নজর কেড়েছে জেলার মানুষের। প্রতিদিন ছোট্ট দোকানে এত সংখ্যক মানুষের ভিড় প্রমাণ করে তাঁর পানের গুনমানকে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: ফুটবলার থেকে পানওয়ালা, পঞ্চাশ বছরের ‘সাঁতরার পান’ এখন ভারত বিখ্যাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল