কীভাবে করবেন আবেদন ?
১. রেশন কার্ডের (Ration Card) ফর্ম নিকটবর্তী রেশন কার্ড কার্যালয় থেকে বা খাদ্য বিভাগের ওয়েবসাইট রাজ্য সরকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ৷
২. রেশন কার্ডের জন্য আপনি যে রাজ্যের বাসিন্দা তার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করতে হবে৷
৩. রেশন কার্ড দু’ধরনের হয়ে থাকে ৷ প্রথমটি দারিদ্র সীমার নীচে থাকা পরিবারদের জন্য এবং দ্বিতীয়টি দারিদ্র সীমার উপরে থাকা পরিবারদের জন্য ৷ আপনি যে শ্রেণিতে পড়েন তার উপর ভিত্তি করে রেশন কার্ড তৈরি করতে হবে ৷ https://nfsa.gov.in/portal/apply_ration_card ওয়েবসাইটে গিয়ে আপনি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷
advertisement
৪. রেশন কার্ডের জন্য বেশ কিছু তথ্য জমা দিতে হয় ৷ সমস্ত তথ্য যাচাই করে সঠিক ভাবে ফর্ম ফিলআপ করতে হবে না হলে কার্ডেও ভুল তথ্য আসবে ৷ ফর্মের সঙ্গে অন্যান্য ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দিতে হবে ৷
৫. আবেদন পত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্ট দিয়ে জমা দিতে হবে ৷ বিপিএল বা এএই কার্ডের জন্য আবেদন করলে আয়ের প্রমান পত্র জমা দিতে হবে ৷
৬. নিকটবর্তী কার্যালয়ে আবেদন জমা করলে ১৫ দিনের মধ্যে বাড়িতে রেশন কার্ড চলে আসবে ৷
৭. ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার আইডি কার্ডের মাধ্যমে সহজেই রেশন কার্ড (Ration Card)বানিয়ে ফেলতে পারবেন ৷