Petrol Diesel Price Today : IOCL প্রকাশ করল পেট্রোল-ডিজেলের আজকের দাম, দেশভর লিটার পিছু পেট্রোপণ্যের মূল্য...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ।
পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। ইতিমধ্যেই কোন শহরে তেলের দাম কত, তা জানিয়ে দিয়েছে তেল সংস্থাগুলি। সেই তালিকা দেখে জানা যাচ্ছে, দামের কোনও বদল হয়নি। শেষ দাম বদলেছিল ৫ সেপ্টেম্বর। রবিবার দেশে পেট্রোল-ডিজেল (Petrol-Diesel Price)-র দাম একই রয়েছে। টানা ১৪ দিন ধরে এমন হল। মানে দাম অপরিবর্তনীয়।
advertisement
advertisement
advertisement
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) জি এস টি কাউন্সিলের (GST council) বৈঠকের পরে জানিয়ে দিয়েছেন এক্ষুনি জিএসটি (GST Council) বসানোর সময় আসেনি পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today) মূল্যের ক্ষেত্রে। আর তাই আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেল (Petrol-Diesel Price)-এর দাম বাড়লে তার প্রভাব পড়তে পারে ভারতেও। দেশেও জ্বালানির দাম বেড়ে যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
দাম কমেছে ৩০ পয়সা : দেখা যাচ্ছে, চলতি মাসে দু'বার দাম কমেছে পেট্রোল এবং ডিজেলে (Petrol-Diesel Price)-এর। মাসে প্রথম দিনে মানে ১ সেপ্টেম্বর দাম কমানো হয়েছিল। তখন পেট্রোল আর ডিজেলের দাম ১৫ পয়সা করে কমেছিল। আর তার দিন চারেক পর ফের দাম কমেছিল। তখনও একই হারে দাম কমেছিল। মানে পেট্রোল এবং ডিজেলের দাম ১৫ পয়সা করে কমেছিল।
advertisement
advertisement