ব্যক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয়: সাইবার ক্রাইম থেকে নিজেকে রক্ষা করতে চাইলে, কষ্টার্জিত অর্থ প্রতারকদের হাত থেকে বাঁচাতে চাইলে ব্যক্তিগত তথ্য কখনওই শেয়ার করা উচিত নয়। যত পরিচিতই হোক, পিন নম্বর, ডেবিট, ক্রেডিট কার্ডের তথ্য কাউকে দিলে চলবে না।
আরও পড়ুন: কীভাবে বড়লোক হবেন? ৬ উপায়ে লুকিয়ে বিপুল সম্ভাবনা, দেখে নিন বিস্তারিত!
advertisement
প্যান বা আধার কার্ড দেওয়া চলবে না: বর্তমান সময়ে প্রতারকরা প্যান কার্ড এবং আধার কার্ডের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করছে। টাকা চুরি তো করছেই, লোনও নিচ্ছে। যার ফলে বিপদে পড়ছেন সাধারণ মানুষ। তাই প্যান বা আধার কার্ডের তথ্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়।
ভুয়ো ফোন কল থেকে সাবধান: অনেক সময় প্রতারকরা ভুয়ো কল করে। ডেবিট কার্ড ব্লক করে দেওয়ার হুঁশিয়ারি দেয়। অনেকে আবার ই-কেওয়াইসি করে দেবার প্রলোভনও দেখায়। এই ফাঁদে পা দিলে পস্তাতে হবে। মাথায় রাখতে হবে, ব্যাঙ্কের আধিকারিক কখনও ব্যক্তিগত গোপন তথ্য চাইবে না।
আরও পড়ুন: SBI-র গ্রাহকদের এটিএম থেকে টাকা তুলতে গেলেই প্রয়োজন এই বিশেষ নং
অফারের ফাঁদে নয়: অনেকে অনলাইন অফারের ফাঁদে পা দেন। অনেক কোম্পানি সত্যিই মানুষকে আকর্ষণীয় অফার দেন। কিন্তু এর ছদ্মবেশে প্রতারকরা প্রথমে লোভনীয় প্রতারণার ফাঁদে ফেলে এবং তারপর ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নেয়। তাই সবসময় অফিসিয়াল এবং বিশ্বস্ত ওয়েবসাইট থেকেই কেনাকাটা করা উচিত।
ওটিপি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখতে টু-ফ্যাক্টর-অথেন্টিকেশন এবং ওটিপি এসএমএস ভেরিফিকেশন ব্যবহার করা হয়। এটি সবচেয়ে সুরক্ষিত হিসেবে ধরা হয়। কিন্তু এই নিরাপত্তা প্রাচীরটিও দুর্ভেদ্য নয়। ফোনে ওটিপি না এলে বুঝতে হবে হ্যাকার জাল ফেলেছে।