TRENDING:

New Business Opportunity: মাত্র ৫৩,০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে আয় করবেন ৩৫ লক্ষ টাকা, মিলবে সরকারের সাহায্য

Last Updated:

কীভাবে শুরু করবেন এই ব্যবসা ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রতি মাসে মোটা টাকা আয় করার স্বপ্ন দেখছেন ? তাহলে এই খবরটি আপনার কাজে আসতে পারে ৷ সম্প্রতি গোটা বিশ্বে কালো মুরগি (কড়কনাথ মুরগি)অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ৷ এর সবচেয়ে বেশি ব্যবসা মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে হয়ে থাকে ৷ এই মুরগি পুরোপুরি কালো রঙের হয় ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন কড়কনাথ মুরগির মাংস শরীরের পক্ষে খুব উপকারি ৷ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে রক্তে শর্করা নিয়ন্ত্রণ, পেশীর জোর বাড়ানো, এমনকি ক্যানসার প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে বলে মনে করছেন তাঁরা।ওষধি গুণের কারণে কড়কনাথ মুরগির ব্যাপক চাহিদা রয়েছে। এই পরিস্থিতিতে কড়কনাথ মুরগির ব্যবসা করে বিপুল টাকা আয় করতে পারবেন আপনিও ৷
নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও একটি সুখবর দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। জানা যাচ্ছে, ২০২২-এর শুরুতেই মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও একটি ভাতা হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) বাড়াতে পারে। এইচআরএ বাড়ানোর ঘোষণাও করতে পারে সরকার। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর করা হতে পারে। দীপাবলির আগে, কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়েছিল। এবার ফের বেতন বাড়ার সুখবরে খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। 


মোদি সরকারের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছেন কর্মীরা :

কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলিতে এইচআরএ বৃদ্ধি নিয়ে জোর আলোচনা চলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এ ব্যাপারে ১১.৫৬ লক্ষের বেশি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স (এইচআরও) বৃদ্ধির দাবি নিয়ে বিচার বিবেচনা শুরু করেছে। এই প্রস্তাব অনুমোদনের জন্য রেলওয়ে বোর্ডের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পর্বের পরেই হবে চূড়ান্ত ঘোষণা। 

জানা গিয়েছে, প্রস্তাব অনুমোদিত হলে ২০২২-এর জানুয়ারি থেকেই বর্দ্ধিত হারে এইচআরএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবেই এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন আরও কিছুটা বেড়ে যাবে। ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন  (আইআরটিএসএ) ও ন্যাশনাল ফেডারেশন অফ রেলওয়েমেন ২০২১-এর জানুয়ারি থেকে এইচআরএ রূপায়নের দাবি জানিয়েছে। এই দাবি মেনে নেওয়া হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। 


এই শহরগুলিতে ভিন্ন হয় এইচআরএ 

হাউস রেন্ট অ্যালাউন্স এক্স, ওয়াই, জেড ক্লাসের শহরের ভিত্তিতে হয়। অর্থাৎ যে কর্মীরা এক্স ক্যাটাগরিতে আসেন, তাঁদের এখন থেকে প্রতি মাসে ৫৪০০ টাকার থেকে বেশি এইচআরএ পাবেন। ওয়াই ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীদের প্রতি মাসে ৩৬০০ টাকার বেশে ও জেড ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীদের ক্ষেত্রে ১৮০০ টাকা প্রতি মাসে এইচআরএ মিলবে। এক্স ক্যাটাগরিতে রয়েছে ৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর। এই শহরগুলিতে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা রয়েছেন, তাঁদের ২৭ শতাংশ এইচআরএ মিলবে। ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে তা ১৮ শতাংশ ও জেড ক্যাটাগরির ক্ষেত্রে তা ৯ শতাংশ হবে।
নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও একটি সুখবর দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। জানা যাচ্ছে, ২০২২-এর শুরুতেই মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও একটি ভাতা হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) বাড়াতে পারে। এইচআরএ বাড়ানোর ঘোষণাও করতে পারে সরকার। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর করা হতে পারে। দীপাবলির আগে, কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়েছিল। এবার ফের বেতন বাড়ার সুখবরে খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। মোদি সরকারের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছেন কর্মীরা : কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলিতে এইচআরএ বৃদ্ধি নিয়ে জোর আলোচনা চলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এ ব্যাপারে ১১.৫৬ লক্ষের বেশি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স (এইচআরও) বৃদ্ধির দাবি নিয়ে বিচার বিবেচনা শুরু করেছে। এই প্রস্তাব অনুমোদনের জন্য রেলওয়ে বোর্ডের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পর্বের পরেই হবে চূড়ান্ত ঘোষণা। জানা গিয়েছে, প্রস্তাব অনুমোদিত হলে ২০২২-এর জানুয়ারি থেকেই বর্দ্ধিত হারে এইচআরএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবেই এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন আরও কিছুটা বেড়ে যাবে। ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (আইআরটিএসএ) ও ন্যাশনাল ফেডারেশন অফ রেলওয়েমেন ২০২১-এর জানুয়ারি থেকে এইচআরএ রূপায়নের দাবি জানিয়েছে। এই দাবি মেনে নেওয়া হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। এই শহরগুলিতে ভিন্ন হয় এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স এক্স, ওয়াই, জেড ক্লাসের শহরের ভিত্তিতে হয়। অর্থাৎ যে কর্মীরা এক্স ক্যাটাগরিতে আসেন, তাঁদের এখন থেকে প্রতি মাসে ৫৪০০ টাকার থেকে বেশি এইচআরএ পাবেন। ওয়াই ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীদের প্রতি মাসে ৩৬০০ টাকার বেশে ও জেড ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীদের ক্ষেত্রে ১৮০০ টাকা প্রতি মাসে এইচআরএ মিলবে। এক্স ক্যাটাগরিতে রয়েছে ৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর। এই শহরগুলিতে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা রয়েছেন, তাঁদের ২৭ শতাংশ এইচআরএ মিলবে। ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে তা ১৮ শতাংশ ও জেড ক্যাটাগরির ক্ষেত্রে তা ৯ শতাংশ হবে।
advertisement

আরও পড়ুন: ১৬ দিনের মধ্যে এই কাজটি না করলে আটকে যাবে পেনশনের টাকা

জিআই ট্যাগ পেয়ে গিয়েছে কড়কনাথ -

মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ের পাশাপাশি বিভিন্ন রাজ্যে কড়কনাথ মুরগির ব্যবসা শুরু হয়েছে ৷ মধ্যপ্রদেশকে কড়কনাথ মুর্গির জিআই ট্যাগ দেওয়া হয়েছে ৷

কত টাকায় বিক্রি হয় কড়কনাথ মুরগি ?

কড়কনাথ মোরগ ও মুর্গির রং কালো হয় ৷ পালক, ঝুঁটি, ঠোঁট, নখ, মাংস, সবই নাকি কালো রঙের হয় ৷ এই মুরগির মাংসে আয়রন ও প্রোটিন সবচেয়ে বেশি থাকে ৷ মাংসে চর্বি এবং কোলেস্টেরলের মাত্র অনেকটাই কম থাকায় হার্ট এবং ডায়াবেটিসের রোগীদের জন্য এই মাংসটি অত্যন্ত উপকারি মনে করা হয় ৷ এই মাংসের বিপুল চাহিদা থাকায় এবং এর উপকারিতার কথা মাথায় রেখে কড়কনাথ মাংসের ব্যবসা শুরু করার জন্য সরকারের তরফে প্রত্যেক স্তরে সাহায্য করা হয়ে থাকে ৷

advertisement

আরও পড়ুন: সোনায় ইনভেস্ট করতে চাইছেন ? তাহলে অবশ্যই এই ৬টি বিষয়ে খেয়াল রাখুন

মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে কড়কনাথ মুর্গির ব্যবসার জন্য একাধিক যোজনা চালানো হয় ৷ ছত্তীসগড় কেবল ৫৩০০০ টাকা জমা করলে সরকারের তরফে তিনটি কিস্তিতে ১০০০টি মুরগির ছানা, ৩০টি মুরগির শেড ও ছয় মাসের জন্য বিনামূল্যে মুরগির খাওয়ার দেওয়া হবে ৷ পাশাপাশি টিকাকরণ ও স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্বও সরকার নিয়ে থাকে ৷ মুরগি বড় হওয়ার পর মার্কেটিংয়ের কাজ সরকার করে থাকে ৷ মধ্যপ্রদেশ সরকার মুরগি পালনের জন্য যোজনা নিয়ে এসেছে ৷

advertisement

কীভাবে শুরু করবেন এই ব্যবসা ?

কড়কনাথ মুরগি পালন করার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ছোট মুরগি নিতে পারবেন ৷ কিছু কৃষকরা ১৫ দিনের মুরগির ছানা আবার কেউ ১দিনের মুরগির বাচ্চা নিয়ে থাকেন ৷ কড়কনাথের বাচ্চা সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে বিক্রির জন্য তৈরি হয়ে যায় ৷ কড়কনাথ মুরগির বাচ্চার দাম ৭০-১০০ টাকার মধ্যে পাওয়া যায় ৷ এর একটি ডিমের দাম ২০-৩০ টাকা হয় ৷

advertisement

আরও পড়ুন: ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে জমা করা যাবে আয়ের ডিটেল, জানুন বিশদে!

কত টাকা লাভ হবে ?

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বাজারে একটি কড়কনাথ মুরগির দাম ৩০০০-৪০০০ টাকা হয় ৷ এর মাংস ৭০০ থেকে ১০০০ টাকা প্রতি কিলোগ্রামে বিক্রি হয় ৷ শীতকালে চাহিদা বেশি থাকায় মাংসের দাম প্রায় ১০০০ থেকে ১২০০ টাকা হয়ে যায় ৷ ধরে নিন সরকারের কাছ থেকে ১০০০ টি মুরগির ছানা ৫৩০০০ টাকায় কিনেছেন ৷ একটি মুরগি থেকে গড়ে ৩ কিলোগ্রাম মাস পাওয়া যায় ৷ এই হিসেব অনুযায়ী, শীতকালে ৩৫ লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন এই ব্যবসা করে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Opportunity: মাত্র ৫৩,০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে আয় করবেন ৩৫ লক্ষ টাকা, মিলবে সরকারের সাহায্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল