TRENDING:

Business Idea: চাকরি ছেড়ে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ১ লক্ষ টাকা

Last Updated:

দেখে নিন কীভাবে করবেন ব্যবসার প্ল্যানিং ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চাকরি ছেড়ে ব্যবসা করতে চাইছেন (How to Start Business) ? তাহলে আপনার কাছে রয়েছে একাধিক বিকল্প ৷ কৃষি ক্ষেত্রে ব্যবসা শুরু করে অনেকেই লাভবান হয়েছে ৷ অল্প সময়ে অল্প পুঁজি বিনিয়োগ করে মুরগি পালন একটি লাভজনক ও সম্ভাবনাময় কৃষি শিল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ৷ পোল্ট্রির ব্যবসায় গ্যারেন্টিড রিটার্নের সম্ভাবনা রয়েছে ৷ ছোট স্তরে এই ব্যবসা শুরু করতে চাইলে ৫০,০০০ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে খরচ হবে ৷ ছোট স্তর অর্থাৎ ১৫০০ মুর্গি থেকে লেয়ার ফার্মিং শুরু করলে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে আপনার Aadhaar Card ? এই ভাবে জেনে নিন...

পোল্ট্রির ব্যবসা শুরু করার ক্ষেত্রে ৫০ হাজার থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে খরচ হবে ৷ এই ব্যবসাকে আরও বড় সেটআপের সঙ্গে শুরু করতে চাইলে ১.৫ থেকে ৩.৫ লক্ষ টাকার মধ্যে খরচ হবে ৷ পোল্ট্রির ব্যবসা শুরু করার জন্য একাধিক ফিন্যান্সিয়াল সংস্থা রয়েছে যেখান থেকে লোন নেওয়া যেতে পারে ৷

advertisement

আরও পড়ুন: Smart Glass লঞ্চ করল Titan, সেলফি তোলার পাশাপাশি শুনতে পারবেন গানও.....

সরকার দেবে ৩৫ শতাংশ সাবসিডি

পোল্ট্রি ফার্মের লোনের উপর সাবসিডি প্রায় ২৫ শতাংশ হয় ৷ SC-ST শ্রেণিকে এই ব্যবসায় উৎসাহিত করার জন্য ৩৫ শতাংশ পর্যন্ত সাবসিডি দেওয়া হয় ৷

এই ভাবে করুন ব্যবসার প্ল্যানিং

advertisement

ব্যবসা শুরু করার আগে অবশ্যই ভাল করে প্রশিক্ষণ নিতে হবে ৷ ১৫০০ মুর্গির টার্গেট নিয়ে কাজ শুরু করতে হলে ১০ শতাংশ বেশি মুরগির ছানা কিনতে হবে ৷ কারণ বিভিন্ন কারণে বেশ কিছু মরগির ছানা মৃত্যুর সম্ভাবনা থেকে যায় ৷

ডিম থেকেও হবে বিপুল আয়

বাজারে ডিমের দামও হু হু করে বেড়েই চলেছে ৷ অক্টোবর থেকে ডিম প্রায় ৭ টাকা হিসেবে বিক্রি হচ্ছে৷ ডিমের দাম বাড়ার পাশাপাশি দাম বেড়েছে মুরগিরও ৷

advertisement

২০ সপ্তাহের খরচা- ৩-৪ লক্ষ টাকা

লাগাতার ২০ সপ্তাহে পর্যন্ত মুরগিদের খাওয়ানোর খরচা প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকা হয় ৷ এক লেয়ার পেরেন্ট বার্ড এক বছরে প্রায় ৩০০ ডিম দেয় ৷ ২০ সপ্তাহ পর মুরগিরা ডিম দেওয়া শুরু করে এবং ১ বছর পর্যন্ত ডিম দিতে থাকে ৷ ২০ সপ্তাহ পর্যন্ত এদের খাওয়ারের জন্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচা হয় ৷

advertisement

আরও পড়ুন: এই সরকারি স্কিমে ১ টাকা করে জমা করে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে..

বছরে ১৪ লক্ষ টাকার বেশি হবে আয়

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

১৫০০ মুরগি থেকে ২৯০ ডিম হিসেবে বছরে ৪,৩৫,০০০ ডিম হয় ৷ এর মধ্যে কিছু ডিম নষ্ট বা খারাপ হয় ৷ সেগুলি বাদ দিয়েও প্রায় ৪,০০,০০০ ডিম বেচে থাকে ৷ একটি ডিম ৬ টাকা হিসেবে বিক্রি করলে বছরে কেবল ডিম বিক্রি করে মোটা টাকা আয় করা যাবে৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: চাকরি ছেড়ে শুরু করুন এই সুপারহিট ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ১ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল