খরচ
একটি সোলার প্যানেলের দাম প্রায় ১ লাখ টাকা। প্রতিটি রাজ্যের ক্ষেত্রে এই দাম কিছুটা আলাদা আলাদা হয়। কিন্তু সরকারের থেকে সাবসিডি পাওয়ার পর এক কিলোওয়াটের সোলার প্লান্ট মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকায় ইনস্টল করা যায়। এছাড়াও ব্যাঙ্ক থেকে লোন নিয়ে শুরু করা যেতে পারে সোলার প্যানেলের ব্যবসা।
আরও পড়ুন: ১০ লক্ষ টাকার বেশি বেতনেও দিতে হবে না কোনও ট্যাক্স! জানুন কী ভাবে!
advertisement
১ লাখ টাকা আয়
সোলার প্যানেলের ব্যবসা শুরু করার জন্য বিভিন্ন ধরনের সাবসিডি স্কিম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কুসুম যোজনা এবং রাষ্ট্রীয় সৌর উর্জা মিশন। এদের মাধ্যমে এসএমই লোন পাওয়া যেতে পারে। এই সোলার প্যানেলের ব্যবসায় প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত আয় হতে পারে। একই সঙ্গে সোলার প্যানেলের ব্যবসার জন্য ভারত সরকার প্রায় ৩০ শতাংশ সাবসিডি দেয়। এই স্কিমের জন্য প্রতিটি জেলার অক্ষয় উর্জা বিভাগে গিয়ে যোগাযোগ করতে হবে।
লাভের পরিমাণ
সোলার প্যানেলের আয়ু ২৫ বছরের মতো হয়। এই ধরনের সোলার প্যানেল যে কেউ খুব সহজেই নিজেদের ছাদে ইনস্টল করতে পারে। প্যানেল থেকে প্রাপ্ত বিদ্যুৎ নিঃশুল্ক হয়। একই সঙ্গে বেঁচে যাওয়া বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে সরকার অথবা কোম্পানির কাছে বিক্রয় করা যায়। সুতরাং ফ্রি বিদ্যৎ বিক্রয় করে আয় করার সম্ভাবনা রয়েছে। যদি কেউ নিজেদের বাড়ির ছাদে দুই কিলোওয়াটের সোলার প্যানেল ইনস্টল করে, তাহলে প্রতি দিন ১০ ঘণ্টা করে রোদ পেলে প্রায় ১০ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হবে। একই ভাবে দুই কিলোওয়াট সোলার প্যানেলে প্রায় ৩০০ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হবে।
আরও পড়ুন: অনলাইনে বদলাতে পারবেন নমিনি ? দেখে নিন কী করতে হবে.....
সোলার প্যানেল কেনার উপায়
- সোলার প্যানেল ক্রয় করার জন্য রাজ্য সরকারের রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
- এর জন্য রাজ্যের বিভিন্ন শহরে কার্যালয় তৈরি করা হয়েছে।
- প্রতিটি শহরে প্রাইভেট ডিলারদের কাছেও পাওয়া যায় সোলার প্যানেল।
- সাবসিডি পাওয়ার ফর্ম অথরিটির কার্যালয়েই পাওয়া যাবে।
- অথরিটির থেকে লোন নেওয়ার জন্য আগে থেকেই যোগাযোগ করতে হবে।
দেখাশোনার কোনও খরচ নেই
সোলার প্যানেল দেখাশোনার জন্য কোনও খরচ করার দরকার পড়ে না। শুধু ১০ বছর অন্তর অন্তর এদের ব্যাটারি পরিবর্তন করতে হয়। এর খরচ প্রায় ১০ হাজার টাকার মতো। এই সোলার প্যানেল এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই নিয়ে যাওয়া যায়।