TRENDING:

খরাকবলিত গ্রামে জল সরবরাহের সিদ্ধান্ত স্পাইসজেটের

Last Updated:

এবছর খরায় জর্জরিত লাতুর-সহ মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল ৷ অবস্থার এখনও প্রায় কোনও উন্নতিই হয়নি ওই অঞ্চলে ৷ তাই সেখানকার বাসিন্দাদের সাহায্যের হাত বাড়াল এয়ারলাইন্স সংস্থা স্পাইসজেট ৷ খরাকবলিত লাতুরের ১১টি গ্রামে একমাস ধরে জল সরবরাহ করার দায়িত্ব নিল স্পাইসজেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাতুর: এবছর খরায় জর্জরিত লাতুর-সহ মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল ৷ অবস্থার এখনও প্রায় কোনও উন্নতিই হয়নি ওই অঞ্চলে ৷ তাই সেখানকার বাসিন্দাদের সাহায্যের হাত বাড়াল এয়ারলাইন্স সংস্থা স্পাইসজেট ৷ খরাকবলিত লাতুরের ১১টি গ্রামে একমাস ধরে জল সরবরাহ করার দায়িত্ব নিল স্পাইসজেট।
advertisement

বিমান পরিষেবায় এবছরই ১১ বছরে পা দিয়েছে স্পাইসজেট। আর এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে লাতুরের অওসা অঞ্চলের ১১টি গ্রামে ২৩ মে থেকে ২৩ জুন পর্যন্ত প্রতিদিন প্রায় ৭১ হাজার ৫০০লিটার করে জল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আর এই কাজে তারা সহযোগী হিসেবে পেয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। এই ভয়াবহ পরিস্থিতিতে লাতুরের খরাকবলিত এলাকার ১১টি গ্রামে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাই তাদের এই কাজে অনুপ্রাণিত করেছে বলে কর্তৃপক্ষের তরফে জানা গেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
খরাকবলিত গ্রামে জল সরবরাহের সিদ্ধান্ত স্পাইসজেটের