Sovereign Gold Bond Scheme 2021-22- আর্থিক বছর ২০২১-২২ এর জন্য Sovereign Gold Bond Scheme এর প্রথম কিস্তি ১৭ মে থেকে শুরু হয়েছে ৷ ২১ মে অর্থাৎ আজ শেষ দিন ৷ সেটেলমেন্ট ডেট ২৫ মে ২০২১ রাখা হয়েছে ৷ সাবস্ক্রিপশন পিরিয়ডের সময় বন্ডের ইস্যু প্রাইস ৪,৭৭৭ টাকা প্রতি গ্রাম ঠিক করা হয়েছে ৷ অথার্ৎ ১০ গ্রামের দাম ৪৭৭৭০ টাকা ৷
advertisement
ডিজিটাল পেমেন্ট করার বাড়তি সুবিধা- এর জন্য অনলাইনে আবেদন করলে এবং ডিজিটাল পেমেন্ট করলে প্রতি গ্রামে ৫০ টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হবে ৷ অর্থাৎ ডিজিটাল মাধ্যমে গোল্ড বন্ড কিনলে প্রতি ১০ গ্রাম সোনায় ৫০০ টাকার বাড়তি ছাড় পাবেন ৷ এই হিসেব অনুযায়ী, অনলাইনে ১০ গ্রাম সোনা কিনলে ১২০৫ টাকার সরাসরি লাভ হবে ৷
বিনিয়োগে মিলবে সুদ- Sovereign Gold Bond-এর ইস্যু প্রাইসে প্রতি বছর ২.৫০ শতাংশ নিশ্চিত সুদ পাওয়া যায় ৷ প্রতি ৬ মাসে এই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে ৷ ফিজিক্যাল গোল্ড বা গোল্ড ইটিএফে এরকম সুবিধা মিলবে না ৷ ৮ বছরের ম্যাচিউরিটির পর এর উপরে যে লাভ হবে তার জন্য কোনও ট্যাক্স দিতে হবে না ৷ পাশাপাশি প্রতি ৬ মাসে যে সুদ মিলবে তাতেও কোনও টিডিএস লাগবে না ৷
ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডাকঘর বা স্টক এক্সচেঞ্জ থেকে গোল্ড বন্ড কিনতে পারবেন ৷