TRENDING:

Gold Price: সস্তায় সোনা কেনার আজ শেষ দিন !

Last Updated:

এর জন্য অনলাইনে আবেদন করলে এবং ডিজিটাল পেমেন্ট করলে প্রতি গ্রামে ৫০ টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশজুড়ে চলতে থাকা করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ফের একবার উর্ধ্বমুখী সোনার দাম (Second wave of coronavirus) ৷ ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম এখন ৪৮,৫২০ টাকা ৷ এরকম পরিস্থিতিতে সস্তায় সোনা কেনার দারুণ সুযোগ নিয়ে হাজির সরকার ৷ শুক্রবার সরকারি এই অফারের সুবিধা নেওয়ার শেষ দিন ৷
advertisement

Sovereign Gold Bond Scheme 2021-22- আর্থিক বছর ২০২১-২২ এর জন্য Sovereign Gold Bond Scheme এর প্রথম কিস্তি ১৭ মে থেকে শুরু হয়েছে ৷ ২১ মে অর্থাৎ আজ শেষ দিন ৷ সেটেলমেন্ট ডেট ২৫ মে ২০২১ রাখা হয়েছে ৷ সাবস্ক্রিপশন পিরিয়ডের সময় বন্ডের ইস্যু প্রাইস ৪,৭৭৭ টাকা প্রতি গ্রাম ঠিক করা হয়েছে ৷ অথার্ৎ ১০ গ্রামের দাম ৪৭৭৭০ টাকা ৷

advertisement

ডিজিটাল পেমেন্ট করার বাড়তি সুবিধা- এর জন্য অনলাইনে আবেদন করলে এবং ডিজিটাল পেমেন্ট করলে প্রতি গ্রামে ৫০ টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হবে ৷ অর্থাৎ ডিজিটাল মাধ্যমে গোল্ড বন্ড কিনলে প্রতি ১০ গ্রাম সোনায় ৫০০ টাকার বাড়তি ছাড় পাবেন ৷ এই হিসেব অনুযায়ী, অনলাইনে ১০ গ্রাম সোনা কিনলে ১২০৫ টাকার সরাসরি লাভ হবে ৷

advertisement

বিনিয়োগে মিলবে সুদ- Sovereign Gold Bond-এর ইস্যু প্রাইসে প্রতি বছর ২.৫০ শতাংশ নিশ্চিত সুদ পাওয়া যায় ৷ প্রতি ৬ মাসে এই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে ৷ ফিজিক্যাল গোল্ড বা গোল্ড ইটিএফে এরকম সুবিধা মিলবে না ৷ ৮ বছরের ম্যাচিউরিটির পর এর উপরে যে লাভ হবে তার জন্য কোনও ট্যাক্স দিতে হবে না ৷ পাশাপাশি প্রতি ৬ মাসে যে সুদ মিলবে তাতেও কোনও টিডিএস লাগবে না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডাকঘর বা স্টক এক্সচেঞ্জ থেকে গোল্ড বন্ড কিনতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price: সস্তায় সোনা কেনার আজ শেষ দিন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল