শুরুটা হয়েছিল একদম সাধারণ ভাবে। গঙ্গাদেবীর স্বামী কলকাতায় একটি শপিং মলে কাজ করতেন। সেখান থেকে বাড়ির জন্য মাঝে মধ্যে ড্রাগন ফল কিনে আনতেন। এই ড্রাগন ফল দেখে বাড়িতে প্রথম এই গাছের চারা লাগান তাঁরা। কিন্তু প্রথমে ফল হয়নি। দু’বছর পর প্রথম ফল ধরে। এরপর ধীরে ধীরে আরও গাছ লাগিয়ে এখন তাঁরা ড্রাগন ফল কলকাতায় পাঠান। বেশ কিছু কর্মচারীও লাগিয়েছেন তিনি।
advertisement
গ্রামের অন্যান্য বাসিন্দারা যারা এই ফল চাষ করতে উৎসাহী হচ্ছেন তাঁদের চারাগাছ দেওয়া থেকে সব করছেন তাঁরা। এভাবেই সুন্দরবনের প্রত্যন্ত এক এলাকায় খুলে ফেলেছেন ড্রাগনের সাম্রাজ্য। প্রায় পাঁচ ফুট অন্তর একটি করে সিমেন্টের ছোট পিলার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেই পিলারের উপর লাগানো হয়েছে লোহার রডের মাধ্যমে সাইকেলের টায়ার। এভাবেই চলছে চাষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের ফল পাইকারি বাজারে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। গড়ে ১৪০ টাকা কেজি প্রতি বিক্রি হয় কলকাতার বাজারে। খুচরো বাজার ও স্থানীয় বাজারে এই ফল বিক্রি করলে আরও লাভ পাওয়া যায়। নেহাত শখ থেকে এই ফল বিক্রি করে এখন লাভ করছেন অনেকেই। এই প্রত্যন্ত এলাকায় এই ব্যবসার পথ দেখিয়ে গঙ্গা দেবী এখন রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন এলাকায়।





