কিন্তু কীভাবে? দুর্গা পুজো, নবরাত্রি, বিজয়া দশমী এবং দশেরার জন্য তারা নিয়ে এসেছে নানা রকম স্থানীয় অগমেন্টেড রিয়ালিটি। যার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায় নিজেদের উৎসবের আনন্দে মেতে উঠতে তো পারবেনই, সেই সঙ্গে অন্যান্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারবেন আনন্দের রেশটুকু। ফলে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা এই মরশুমে প্রাণবন্ত এবং ডায়নামিক এআর লেন্সের মাধ্যমে ছবি তুলতে পারবেন। সেই সঙ্গে ব্যবহারকারীরা এই তিন উৎসবের জন্য পাবেন সংস্কৃতিগত ভাবে প্রাসঙ্গিক বিটমোজি এবং মিউজিকের সুবিধাও।
advertisement
আরও পড়ুন- সুকান্ত মজুমদারের ‘মন কি বাত’! 'ব্যক্তি নয়, দলের পদ-চেয়ারকে সম্মান করুন...’
স্ন্যাপচ্যাট ব্যবহারকারী বা স্ন্যাপচ্যাটাররা আরও নানা সুবিধা পাবেন এই ফিচারের মাধ্যমে। নয় দিন ব্যাপী নবরাত্রির এই উৎসবের মরসুমে তাঁরা পাবেন ক্রিয়েটিভ লেন্সের সুবিধা। তাতে থাকছে কিউরেটেড মিউজিক এবং কস্টিউমও। কালারফুল লেন্সের মাধ্যমে মিলবে ডান্ডিয়া এবং গরবার মতো থিম। যার ফলে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো থিম বেছে নিতে পারবেন এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠাতে পারবেন প্রিয়জনেদের কাছে।
আরও পড়ুন- শনিবার থেকে আবহাওয়ার বদল, সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা !
দুর্গা পুজোর আনন্দ কয়েক গুণ বাড়িয়ে তুলতে স্ন্যাপচ্যাটে রয়েছে বিশেষ মহালয়া লেন্সও। এটি তৈরি করেছেন স্ন্যাপ লেন্স নেটওয়ার্ক ক্রিয়েটর তনিষ্কা। এটা দুর্গা পুজো শুরুর ঠিক সাত দিন আগে ২৫ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিনেই প্রথম লাইভ গিয়েছিল। শুধু তা-ই নয়, পুজোর পাঁচ দিনের জন্যও থাকছে পাঁচটি আলাদা আলাদা উৎসব স্পেশাল লেন্স। এই লেন্সের সঙ্গে থাকবে কিউরেট করা স্থানীয় মিউজিক। আর এগুলি তৈরি করেছেন স্ন্যাপের ভারতীয় ট্যালেন্টেড টিমের লেন্স ক্রিয়েটররা- তনিষ্কা (হায়দরাবাদ), ইশপ্রীত সিং (অম্বালা), প্রদীপা অনাদি (চেন্নাই), করুণ শ্রেষ্ঠা (কাঠমাণ্ডু)।
মূলত অশুভের বিনাশ করে শুভর জয় উদযাপন করা হয় দশেরায়। স্ন্যাপে থাকছে এই থিমের বিশেষ এআর এক্সপেরিয়েন্স। সঙ্গে থাকছে ফেস্টিভ ডিজাইনের প্রাণবন্ত ক্যানভাস এবং শুভেচ্ছাবার্তার সুবিধা। নানা ধরনের রঙ-বেরঙের এআর লেন্স থেকে মনপসন্দ বিটমোজি ক্রিয়েট করতে পারবেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা। সেই সঙ্গে আনন্দ ছড়িয়ে দিতে পারবেন এবং উৎসব আরও রঙিন হয়ে উঠবে!