আরও পড়ুন– ঢাকের বোলে নাচছে লন্ডন, শরতের মহাপার্বণে ভোগে, উপভোগে বিলেতের মাটিতে জমজমাট দুর্গোৎসব
পুজোর যেমন পাঁচ দিন, স্মার্ট বাজারের ফেস্টিভ সেলেরও তা-ই! শুরু হয়েছে ১ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে, চলবে ৫ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত। অর্থাৎ, এক দিকে যেমন বিজয়ার আনন্দ আর মিষ্টি বিনিময় উতরে যাবে হেসেখেলে, তেমনই আবার অন্য দিকে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজারও সেরে নেওয়া যাবে অনায়াসে। থাকছেও এই সেলে অনেক কিছু- ঘর সাজানোর জিনিস, মুদিখানা এবং স্টেশনারির জিনিস, উপহার দেওয়ার জিনিস, ফ্যাশনের জিনিস, অভাব নেই কোনওটারই!
advertisement
রিলায়েন্স রিটেল, ভ্যালু ফর্ম্যাটের সিইও দামোদর মাল তাই বলছেন, আমাদের সকল উৎসবই প্রাকৃতিক ভোগের উপলক্ষ, আর আমাদের গ্রাহকরা আশাও করেন যে স্মার্ট বাজার তাঁদের উৎসবের দিনে অতুলনীয় মূল্যে প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করবে। এই ফেস্টিভ রেডি সেলের মাধ্যমে আমাদের দোকানগুলো সব স্মার্ট পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত!
এবার একটু স্মার্ট বাজারের এই ফেস্টিভ সেলে কোন জিনিস কত কমে পাওয়া যাচ্ছে, সে দিকেও নজর দিতে হয়। একটু আগেই হচ্ছিল মিষ্টির কথা, স্মার্ট বাজারের দোকানগুলোয় থাকবে নানা ধরনের ভারতীয় মিষ্টি, সেই সবের কেনাকাটায় থাকবে বাই ওয়ান গেট ওয়ান অফার। উৎসবের দিনে ড্রাই ফুর্টসেরও চাহিদা থাকে তুঙ্গে, এক্ষেত্রেও থাকছে গিফট প্যাকে বাই ওয়ান গেট ওয়ান ডিল।
বিস্কুট এবং চকোলেটের হোম প্যাকে মিলবে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। যে কোনও বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য তা যথেষ্ট।
আরও পড়ুন– রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
ভাল চাল আর তেল, এই দুইয়ের দামও আকাশছোঁয়া। সে কথা মাথায় রেখে ক্রেতাদের স্বস্তি দেবে ৬৯৯ টাকায় কোহিনুর বাসমতী চালের ৫ কেজির প্যাকেট আর ফরচুন রাইস ব্রান অয়েলের ২.৫ লিটারের কম্বো ডিল। কোল্ড ড্রিঙ্কস আর জ্যুসে থাকছে ৩৩ শতাংশ পর্যন্ত ছাড়।
ফ্যাশন প্রডাক্ট পাওয়া যাবে ৯৯৯ টাকা থেকে। আছে আরেক দারুন ডিল- অ্যারিস্টোক্র্যাট হার্ডি ট্রলি সেট ৩৯৯৯ টাকায়, সঙ্গে বিনামূল্য ডাফল ব্যাগ!
এই সবই সেলে কী কী কত সস্তায় মিলবে তার প্রিভিউ বই আর কিছু তো নয়, অতএব, দেরি না করে কাছের স্মার্ট বাজার স্টোরে ঢুঁ মারাই উচিত হবে।