বাড়ির দরজা, জানালা, খাট, আলমারি, চেয়ার টেবিল থেকে শুরু করে সমস্ত রকম প্রয়োজনীয় পুরনো আসবাব সামগ্রী মিলছে এই বাজারে। কোনটা সম্পূর্ণ পুরনো তো আবার কোনটা মেরামত করে বিক্রি করা হয় দোকানে। মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কী হাটখোলা বাজারে প্রায় ১৮ দোকানে বিক্রি করা হয় বাড়ির সমস্ত রকম প্রয়োজনীয় পুরনো আসবাব সামগ্রী। আর এই পুরনো সামগ্রী কিনতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন বহু মানুষজন।
advertisement
আরও পড়ুন: রেশম শিল্পে মন খারাপ করা ছবি! পরিকল্পনার অভাবে গবাদিপশুদের জন্য বিক্রি করতে হচ্ছে তুঁতপাতা
এক বিক্রেতা মুজিবর রহমান জানান, “শহরের বিভিন্ন বাড়ি এবং বহুতলের খুলে ফেলা পুরনো আসবাবপত্র এনে মেরামত করে বিক্রি করি। আজও অনেকের নতুন আসবাবপত্র কেনার ক্ষেত্রে আর্থিক সামর্থ্য না থাকায় এখানে এসে কম দামে এই আসবাবপত্র নিয়ে থাকেন। অনেকে আবার শখ করে পুরনো আসবাব সামগ্রী নিয়ে যান। তবে এই পুরনো আসবাব সামগ্রী অনেকটাই টেকসই হয় এবং নতুন থেকে খুব কম দামে পাওয়া যায়।”
আরও পড়ুন: ফসলের মরশুম শেষ হতেই বিকল্প চাষ মালদহের চাষির! শীতে চাহিদা তুঙ্গে, কামাচ্ছেন লক্ষ লক্ষ টাকা
বর্তমান আধুনিক যুগে মানুষের চাহিদার সঙ্গে বদলাচ্ছে নিত্য নতুন সামগ্রীর ব্যবহার। দিনের পর দিন তৈরি হচ্ছে নামিদামি জাঁকালো আসবাব সামগ্রী। তবে আজও অনেকের আর্থিক সামর্থ্য না থাকার ফলে নিয়ে থাকেন পুরনো জিনিস। সেই জায়গায় দাঁড়িয়ে মালদহের এই গ্রামের পুরনো আসবাব সামগ্রীর বাজার চাহিদা মেটাচ্ছে অনেকের।





