TRENDING:

Small Business Idea: উল দিয়ে ঝালর বুনে দিশা দেখাচ্ছেন আয়ের! পাহাড়ি মহিলাদের উপরি রোজগারের দারুণ পথ

Last Updated:

Small Business Idea: বর্তমানে নিজেদের হাতে ঝালর বুনে ব্যবসা করে নতুন করে আয়ের দেশে দেখাচ্ছে পাহাড়ের মহিলারা, বর্তমানে এই কাজ করে স্বাবলম্বী হয়েছে পাহাড়ের স্থানীয় বহু মহিলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই পাহাড়-জঙ্গল-নদী দিয়ে ঘেরা এক মন মুগ্ধ করা পরিবেশ তার সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ জুড়ে পুরনো দিনের ঐতিহ্যের ছোঁয়া। বর্তমানে উত্তরবঙ্গের পাহাড়ের বেশ কিছু জায়গায় নিজের চেষ্টায় কাজ করে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের স্থানীয় মহিলারা। কেউ বা তৈরি করছে পাহাড়ের স্থানীয় খাবার কেউ বা চাষবাস আবার কেউ নিজের হাতের তৈরি জিনিসের সারা ফেলছে সকলের মনে।।
advertisement

বর্তমানে পশ্চিমবঙ্গকে সিকিমের লাইফ লাইন বলা হয় ১০ নং জাতীয় সড়ককে। এবার শিলিগুড়ি থেকে সিকিম গাভি সেই ১০ নং জাতীয় সড়কের মধ্যেই ২০ মাইলের কাছে রাস্তার ধারে বসে হাতের কাজেই সকলের মনে সাড়া ফেলছে সেই এলাকার স্থানীয় এক মহিলা। বর্তমানে রাস্তার ধারে বসে নিজে হাতে উল দিয়ে বুনে ঝালর বানিয়ে চলেছে হনুমানঝোড়া ২০ মাইল এলাকার বাসিন্দা সঙ্গীতা।

advertisement

ঝালর সাধারণত বড় বড় ট্রাকে এবং ছোট গাড়িতে সৌন্দর্যায়নের জন্য লাগানো হয় এছাড়াও কেউ চাইলে নিজের বাড়ির মূল প্রবেশ দ্বারে এই ঝালর লাগিয়ে থাকে। সাধারণত পাহাড়ি বিভিন্ন বাড়িতে এই ঝালর দেখা যায়। উলের তৈরি বিভিন্ন রংবেরঙের কারুকার্যে ফুটিয়ে তোলা হয় এ ঝালর। এই প্রসঙ্গে সঙ্গীতা বিশ্বকর্মা বলেন বহু বছর থেকে এই কাজ করে আসছি, বর্তমানে কোনও কাজ নেই সেই অর্থে এই ঝালর বুনতে বেশ ভাল লাগে, এবং বহুদিন থেকে বিভিন্ন দোকানে এই ঝালর বিক্রি করে আসছি এছাড়াও রাস্তার ধারে বিভিন্ন ট্রাক সাজানোর জন্য এই ঝালর বিক্রি হয় এতে আয়ও ভাল হচ্ছে।

advertisement

বর্তমানে শিলিগুড়ি সিকিমগামী ১০ নং জাতীয় সড়কের হনুমান ঝোড়া ইসমাইলের কাছে বহু মহিলা এই কাজকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। বর্তমানে রাস্তায় বসে নিজের হাতে উল দিয়ে এই ঝালুর বুনছে সঙ্গীতা বিশ্বকর্মা। তার এই কাজ আগামী দিনে বহু মহিলাকে আয়ের পথ দেখাচ্ছে। বর্তমানে তিনি রাস্তার ধারে এই ঝালর বিক্রি করে রোজগার করছে এবং আগামী দিনের যুবক-যুবতীদের নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Small Business Idea: উল দিয়ে ঝালর বুনে দিশা দেখাচ্ছেন আয়ের! পাহাড়ি মহিলাদের উপরি রোজগারের দারুণ পথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল