TRENDING:

Investment Tips: ১৪,৫০০ টাকা জমা করে পাওয়া যেতে পারে প্রায় ২৩ কোটি টাকা; কাজে আসুক SIP

Last Updated:

Mutual Fund Investments: ৬০ বছর বয়সে রিটায়ারমেন্টের পর এই পরিমাণ টাকা পাওয়া যেতে পারে, কিন্তু এর জন্য সঠিক সময়ে SIP-র মাধ্যমে বিনিয়োগ শুরু করা দরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভবিষ্যতের কথা মাথায় রেখে সকলেই করতে চায় সেভিংস। এর জন্য প্রায় সকলেই বেশি রিটার্নের আশায় কোথাও না কোথাও জমাতে থাকে তাদের আয়ের টাকা (Investment tips)। কিন্তু একটি কথা সবার আগে মনে রাখা দরকার, যে কোনও জায়গায় বিনিয়োগ করার আগে এবং টাকা জমানোর আগে সেই সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার।
Representative Image
Representative Image
advertisement

কম সময়ে বেশি রিটার্নের আশায় নিজেদের আয়ের টাকা যে কোনও জায়গায় ইনভেস্ট করা উচিত নয়। নিজেদের ভবিষ্যতকে সুরক্ষিত করতে, বেশি রিটার্ন পাওয়ার জন্য বর্তমানে সব থেকে ভালো জায়গা হল মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের মাসিক SIP-র মাধ্যমে ১৪,৫০০ টাকা জমা করে, পাওয়া যেতে পারে প্রায় ২৩ কোটি টাকা। ৬০ বছর বয়সে রিটায়ারমেন্টের পর এই পরিমাণ টাকা পাওয়া যেতে পারে, কিন্তু এর জন্য সঠিক সময়ে SIP-র মাধ্যমে বিনিয়োগ শুরু করা দরকার।

advertisement

আরও পড়ুন- আধার কার্ডে কীভাবে বদলাবেন নাম, ঠিকানা ও জন্মতারিখ ? দেখে নিন পুরো পদ্ধতি

এক্সপার্টদের কথা অনুযায়ী কেউ যদি ২৫ বছর বয়স থেকেই SIP-র মাধ্যমে প্রতি মাসে টাকা জমানো শুরু করে দেয়, তাহলে সে ৬০ বছর বয়সে তার রিটায়ারমেন্টের পর একটা ভালো পরিমাণ টাকা ফেরত পেতে পারে। ৩৫ বছর ধরে একটানা বিনিয়োগ করার ফলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের সুবিধা পাওয়া যায়। এর ফলে বিনিয়োগ করা টাকার পরিমাণ বেড়ে সেই ফান্ডের টাকা অনেকটাই বেড়ে যায়। ৩৫ বছর ধরে বিনিয়োগ করার ফলে ১২ থেকে ১৬ গুণ রিটার্ন পাওয়া যেতে পারে।

advertisement

ধরা যাক, কেউ যদি ২৫ বছর বয়স থেকে প্রতি মাসে ১৪,৫০০ টাকা করে SIP-র মাধ্যমে জমাতে শুরু করে এবং সে যদি কম করে ১২ গুণ রিটার্নও পেয়ে থাকে, তাহলে ৬০ বছর বয়সে সে প্রায় ২২.৯৩ কোটি টাকার একটি ফান্ড তৈরি করে ফেলতে পারবে। বাজারের ওঠানামার ওপরে ইন্টারেস্টের গ্রাফ ওঠানামা করলেও, বেশি সময় ধরে SIP-র মাধ্যমে নিয়মিত ভাবে টাকা বিনিয়োগ করতে পারলে একটা ভালো রিটার্ন পাওয়া যায়।

advertisement

আরও পড়ুন- রাশিফল ১১ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মিউচুয়াল ফান্ডের এই SIP-র মাধ্যমে টাকা বিনিয়োগ করার আগে সেই ফান্ড সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার। সেই ফান্ডের অতীতের রেকর্ড এবং বর্তমানে সেটি কেমন পারফর্ম করছে তা ভালো করে জেনে এবং অন্যান্য ফান্ডের সঙ্গে সেটি যাচাই করে তার পরেই সেখানে বিনিয়োগ শুরু করা দরকার। SIP-র মাধ্যমে টাকা বিনিয়োগ করার সময় একটি কথা মাথায় রাখা দরকার যে বেশি সময় ধরে এটি চালাতে পারলে তবেই এখানে বেশি রিটার্ন পাওয়া যায়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Tips: ১৪,৫০০ টাকা জমা করে পাওয়া যেতে পারে প্রায় ২৩ কোটি টাকা; কাজে আসুক SIP
Open in App
হোম
খবর
ফটো
লোকাল