আইপিও-র মাধ্যমে সংস্থা ১১০৭ কোটি টাকা মার্কেট থেকে জোগার করার প্ল্যান করছে ৷ ১৪ জুন থেকে আইপিও লঞ্চ করা হবে এবং ১৪ থেকে ১৬ তারিখের মধ্যে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন ৷
মানি কন্ট্রোলে প্রকাশিত খবর অনুযায়ী, মার্কেট রেগুলেটর SEBI-র কাছে জমা সংস্থার DRHP অনুযায়ী, এই পাবলিক ইস্যুর জন্য সংস্থা ৬৫৭ কোটি টাকার ফ্রেশ ইক্যুইটি শেয়ার জারি করবে ৷ অন্যদিকে সংস্থার প্রমোটার ও বর্তমান ইনভেস্টর অফার ফর সেল (OFS) এর মাধ্যমে ৪৫০ কোটি টাকার শেয়ার জারি করা হবে ৷
advertisement
আইপিও-র মাধ্যমে জোগার করা ৬৫৭ কোটি টাকার সংস্থায় এবং নিজের সহযোগী সংস্থা SSPL ঋণ শোধ করার জন্য ব্যবহার করা হবে ৷
এই IP-র জন্য Shyam Metalics এর তরফে ICICI Securities, , Axis Capital, IIFL Securities, JM Financial ও SBI Capital-কে নিজের লিড ম্যানেজার নিযুক্ত করেছে ৷
সংস্থার মোট ৩৮১.১২ কোটি টাকা ঋণ রয়েছে ৷ পাশাপাশি সহযোগী সংস্থার ঋণ রয়েছে ৩৯৮.৬০ কোটি টাকা ৷ অর্থাৎ মোট ঋণ ৮৮৬.২৯ কোটি টাকা ৷
আর্থিক বছর ২০২০-২১ ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার মোট রেভেনিউ ৩৯৩৩.০৮ কোটি টাকা
গত বছর সংস্থার মোট রেভেনিউ ছিল ৩২৮৩.০৯ কোটি টাকা
Shyam Metalics এর ডিসেম্বর ত্রৈমাসিকে মোট ৪৫৬.৩২ কোটি টাকা নেট প্রফিট হয়েছে
গত বছর Q3-তে সংস্থার নেট প্রফিট কেবল ২৬০.৩৬ কোটি টাকা ছিল