TRENDING:

Share Market News: সেনসেক্সের ৬৩২ পয়েন্ট লাফ, নিফটি বন্ধ হল ১৬,৩৫০-এর উপরে

Last Updated:

এর আগে গত ট্রেডিং সেশনে অর্থাৎ বৃহস্পতিবারও সবুজ সঙ্কেতেই বাজার বন্ধ হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সপ্তাহের শেষ কর্ম দিবসে দেশ জুড়ে সুখবরের সুবাতাস বইল খানিকটা। বিশ্ববাজারে চলতে থাকা ক্রমাগত পতনের মধ্যেই ভারতের শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছে। সপ্তাহান্তে দু’দিন বৃহস্পতি এবং শুক্র—সবুজ সঙ্কেতে শুরু হয়ে সবুজ সঙ্কেতেই দিন শেষ করতে পেরেছে।
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

আরও পড়ুন: Multiple Bank Accounts: ব্যাঙ্কে একের বেশি অ্যাকাউন্ট? বিরাট সুবিধা না চরম ক্ষতি! আপনার জন্য কী অপেক্ষা করছে?

শুক্রবার সবুজ সঙ্কেতে পুঁজিবাজার খুলেছিল। BSE-এর ৩০ শেয়ারযুক্ত সেনসেক্স সূচক ৪৪২ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে ৫৪,৬৯৫-এ খুলেছিল। অন্যদিকে একই ভাবে NSE-এর নিফটি সূচক ১৩৮ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ বেড়ে ১৬,৩০৮-এ খুলেছিল। ট্রেডিং শেষে শুক্রবার বিকেলে, সেনসেক্স ৬৩২.১৩ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বৃদ্ধি নিয়ে ৫৪,৮৮৪.৬৬-এ বন্ধ হয়েছে। এ দিকে ঊর্ধ্ব গতি অব্যহত রেখে নিফটি ১৮২.৩০ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বৃদ্ধি নিয়ে ১৬,৩৫২.৪৫-এ বন্ধ হয়েছে।

advertisement

লাভ ও ক্ষতির শীর্ষে কারা?

এ দিন সকাল থেকেই লাভ ক্ষতি নিয়ে বেশ টানাটানি চলেছে সে কথা বলতেই হয়। তবে শেষ হাসি যারা হেসেছে দিনের শেষে তারা আরও খানিকটা আশা জোগাচ্ছে। শুক্রবার অত্যন্ত লাভজনক সংস্থার তালিকায় উঠে এসেছে একাধিক নাম। টাটা স্টিল (Tata Steel), জেএসডব্লু স্টিল (JSW Steel), অ্যাপোলো হাসপাতাল (Apollo Hospitals), ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক শুক্রবারের ব্যবসার নিরিখে নিফটির শীর্ষ লাভকারী সংস্থা৷ তবে ক্ষতির সম্মুখীনও হতে হয়েছে বেশ কিছু সংস্থাকে। আইটিসি (ITC), ইউপিএল (UPL), ডিভিস ল্যাবস (Divis Labs), সান ফার্মা (Sun Pharma) এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ক্ষতির শীর্ষে রয়েছে। তবে এই ওঠা পড়ার মাঝখানে বাজার তার তেজি ভাব নিয়ে ক্রমশ আশা দেখাচ্ছে ভারতকে।

advertisement

আরও পড়ুন:  Indian Railways: রেলের বাম্পার সিদ্ধান্ত! Waiting-এর দিন শেষ! এই ট্রেনগুলিতে টিকিট কাটলেই সর্বদা Confirm Tickets?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এ দিনই প্রথম নয়। এর আগে গত ট্রেডিং সেশনে অর্থাৎ বৃহস্পতিবারও সবুজ সঙ্কেতেই বাজার বন্ধ হয়েছিল। ট্রেডিং শেষে, সেনসেক্স ৫০৩.২৭ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বৃদ্ধি নিয়ে ৫৪,২৫২.৫৩-এ বন্ধ হয়েছিল। নিফটি ১৪৪.৩৫ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বৃদ্ধি নিয়ে ১৬,১৭০.১৫-এ বন্ধ হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market News: সেনসেক্সের ৬৩২ পয়েন্ট লাফ, নিফটি বন্ধ হল ১৬,৩৫০-এর উপরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল