শুক্রবার সবুজ সঙ্কেতে পুঁজিবাজার খুলেছিল। BSE-এর ৩০ শেয়ারযুক্ত সেনসেক্স সূচক ৪৪২ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে ৫৪,৬৯৫-এ খুলেছিল। অন্যদিকে একই ভাবে NSE-এর নিফটি সূচক ১৩৮ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ বেড়ে ১৬,৩০৮-এ খুলেছিল। ট্রেডিং শেষে শুক্রবার বিকেলে, সেনসেক্স ৬৩২.১৩ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বৃদ্ধি নিয়ে ৫৪,৮৮৪.৬৬-এ বন্ধ হয়েছে। এ দিকে ঊর্ধ্ব গতি অব্যহত রেখে নিফটি ১৮২.৩০ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বৃদ্ধি নিয়ে ১৬,৩৫২.৪৫-এ বন্ধ হয়েছে।
advertisement
লাভ ও ক্ষতির শীর্ষে কারা?
এ দিন সকাল থেকেই লাভ ক্ষতি নিয়ে বেশ টানাটানি চলেছে সে কথা বলতেই হয়। তবে শেষ হাসি যারা হেসেছে দিনের শেষে তারা আরও খানিকটা আশা জোগাচ্ছে। শুক্রবার অত্যন্ত লাভজনক সংস্থার তালিকায় উঠে এসেছে একাধিক নাম। টাটা স্টিল (Tata Steel), জেএসডব্লু স্টিল (JSW Steel), অ্যাপোলো হাসপাতাল (Apollo Hospitals), ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক শুক্রবারের ব্যবসার নিরিখে নিফটির শীর্ষ লাভকারী সংস্থা৷ তবে ক্ষতির সম্মুখীনও হতে হয়েছে বেশ কিছু সংস্থাকে। আইটিসি (ITC), ইউপিএল (UPL), ডিভিস ল্যাবস (Divis Labs), সান ফার্মা (Sun Pharma) এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ক্ষতির শীর্ষে রয়েছে। তবে এই ওঠা পড়ার মাঝখানে বাজার তার তেজি ভাব নিয়ে ক্রমশ আশা দেখাচ্ছে ভারতকে।
তবে এ দিনই প্রথম নয়। এর আগে গত ট্রেডিং সেশনে অর্থাৎ বৃহস্পতিবারও সবুজ সঙ্কেতেই বাজার বন্ধ হয়েছিল। ট্রেডিং শেষে, সেনসেক্স ৫০৩.২৭ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বৃদ্ধি নিয়ে ৫৪,২৫২.৫৩-এ বন্ধ হয়েছিল। নিফটি ১৪৪.৩৫ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বৃদ্ধি নিয়ে ১৬,১৭০.১৫-এ বন্ধ হয়েছে।