টিভি সোমনাথন: অর্থ সচিব টিভি সোমনাথন। তামিলনাড়ু ক্যাডারের ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার। বর্তমানে ব্যয় বিভাগ দেখাশোনা করেন। তাঁর অধীনে, অর্থমন্ত্রণালয় মূলধন ব্যয় রেকর্ড অন্য উচ্চতায় পৌঁছেছে। এবারের বাজেট তৈরির পিছনে তাঁর অবদান অনেক।
আরও পড়ুন: ২২ লক্ষ পর্যন্ত আয়ে কর দিতে হবে না এক পয়সা, জেনে নিন বিস্তারিত!
advertisement
অজয় শেঠ: অজয় অর্থনৈতিক বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব। গুরুত্বপূর্ণ পদে আছেন। বাজেটের একাধিক সিদ্ধান্ত তাঁরই নেওয়া। যাবতীয় ইনপুট এক জায়গায় এনে চূড়ান্ত আর্থিক বিবৃতি তৈরি করার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধেই।
তুহিনকান্ত পাণ্ডে: বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের সচিব (ডিআইপিএএম) তুহিনকান্ত পান্ডে। বাজেট তৈরির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। এলআইসি এবং এয়ার ইন্ডিয়ায় বিনিয়োগ দেখভালের দায়িত্ব রয়েছে তাঁর উপরেই।
সঞ্জয় মালহোত্রা: সম্প্রতি সঞ্জয় মালহোত্রাকে রাজস্ব সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। বাজেট অনুমান যাতে প্রত্যাশার বাইরে ছাপিয়ে না যায় তা নিশ্চিত করাটাই সঞ্জয়ের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি কেন্দ্র তাঁর বেশ কিছু মন্তব্যের জন্য সমালোচিত হয়েছে।
আরও পড়ুন: আসন্ন বাজেটে প্রবীণ নাগরিকের কী লাভ হতে পারে! জেনে নিন
বিবেক জোশী: বিবেক জোশীকে ১৯ অক্টোবর আর্থিক পরিষেবা বিভাগের সচিব নিযুক্ত করা হয়। বাজেটের আগে অর্থ মন্ত্রকের সর্বোচ্চ পদে নতুন মুখকে আনার সাহস দেখিয়েছে কেন্দ্র। এর আগে জোশী স্বরাষ্ট্র মন্ত্রকের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার ছিলেন।
ভি অনন্ত নাগেশ্বরণ: ২০২২ সালের বাজেটের আগে ভি অনন্ত নাগেশ্বরণকে চিফ ইকোনমিক অফিসার হিসেবে নিয়োগ করা হয়। এই বছরও বাজেট প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। কারণ তাঁকেই ২০২২-২৩-এর অর্থনৈতিক খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এবারের বাজেটের অনেক সিদ্ধান্তই যে তাঁর হাত দিয়ে পাস হবে সে কথা বলাই বাহুল্য!