আজ সকাল ৯টা ১৬ মিনিট নাগাদ সেনসেক্সের ক্ষেত্রে ৩৭৭.৫৮ পয়েন্ট অর্থাৎ ০.৭২ শতাংশ পতন দেখা যায়। ফলে তা পৌঁছে গিয়েছে ৫২১৫৪.৪৯-এর স্তরে। আর ওই সময় নিফটি-র ক্ষেত্রেও ১১৯.৮০ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ পতন দেখা গিয়েছে। ফলে ১৫৫১৯-এর স্তরে নেমে এসেছে ওই সূচক।
শীর্ষ লাভ-লোকসানের তালিকা:
সেনসেক্সে টাটা স্টিল (Tata Steel), এনটিপিসি (NTPC), উইপ্রো (Wipro), টেক এম (Tech M), এইচসিএল টেক (HCL Tech), ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank), টাইটান (Titan) এবং রিলায়েন্স (Reliance)-এর মতো কোম্পানির শেয়ারগুলি পতনের মুখ দেখেছে, ফলে এগুলির দর প্রায় ৩ শতাংশ পর্যন্ত কমেছে। ফলে সেনসেক্সে এগুলিই ছিল শীর্ষ লোকসানের তালিকায়। আর নিফটি-তে শীর্ষ লোকসানের তালিকায় রয়েছে হিন্দালকো (Hindalco), ওএনজিসি (ONGC), জেএসডব্লিউ স্টিল (JSW Steel)-এর মতো কোম্পানির শেয়ার। কারণ আজ এই সব শেয়ারের ক্ষেত্রে বড়সড় পতন দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: দোকানে ঢুকল মহিলা, চার দিন আর খোঁজ নেই! নিউ টাউনে মহারহস্য
অন্য দিকে আবার ডা. রেড্ডিস (Dr Reddy’s), এইচইউএল (HUL), এশিয়ান পেইন্টস (Asian Paints), বাজাজ অটো (Bajaj Auto), মারুতি (Maruti) এবং সান ফার্মা (Sun Pharma)-র মতো কোম্পানির শেয়ার আজ বৃদ্ধি পেয়েছে। ফলে সেনসেক্স এবং নিফটি– উভয় সূচকেই এই শেয়ারগুলি শীর্ষ মুনাফাকারীর তালিকায় স্থান করে নিয়েছে। আবার বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপেও এদিন পতন দেখা যাচ্ছে। তা প্রায় ০.৮ শতাংশ কমেছে।
সেক্টর অনুযায়ী উত্থান-পতন:
আজকের ব্যবসায়িক সেক্টরের ভিত্তিতে বিবেচনা করলে দেখা যাবে যে, তেল এবং গ্যাস, মেটাল, রিয়েলটি, আইটি এবং ব্যাঙ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এসব সেক্টরের শেয়ারে দর পতন হয়েছে প্রায় ১ থেকে ৩ শতাংশ। তবে আজ ফার্মা এবং এফএমসিজি সেক্টরের শেয়ারের সামান্য উন্নতি দেখা গিয়েছে।
আরও পড়ুন: চাহিদা তুঙ্গে! তীব্র গরমে রাজ্যে লাভের মুখ দেখাল Chilled বিয়ার! ৬৫০ কোটির রেকর্ড বিক্রি
এদিকে আজ আবার জৈন ইরিগেশন সিস্টেমের (Jain Irrigation Systems) স্টকে আজ ১২ শতাংশেরও বেশি উত্থান দেখা গিয়েছে। কারণ সম্প্রতি ওই সংস্থা তাদের আন্তর্জাতিক ব্যবসা (যার মূল্য ৪২০০ কোটি)-কে রিভ্যুলিস (Rivulis Pte Ltd) সংস্থার সঙ্গে যুক্ত করে সম্প্রসারণ করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
বিশ্বব্যাপী সঙ্কেত:
বুধবার এশিয়ার স্টকগুলির ক্ষেত্রেও টালমাটাল পরিস্থিতি দেখা যাচ্ছে। যার ফলে ওয়াল স্ট্রিটের র্যালি প্রসারিত হতে পারেনি। আর সুদের হার এবং মুদ্রাস্ফীতি বিনিয়োগকারীদের মূল উদ্বেগের বিষয় ছিল। সেখানে ডলারের সাপেক্ষে জাপানি মুদ্রা ইয়েনের ক্ষেত্রে রেকর্ড পতন দেখা যায়, যা ২৪ বছরে সর্বনিম্ন।
এদিন টোকিও-র স্টকগুলি খোলার সময় সেখানে উর্ধ্বগতিই দেখা যাচ্ছিল। নিক্কেই ২২৫ সূচক ০.৬৭ শতাংশ বা ১৭৫.৫৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। ফলে প্রথম দিকে তা ধরে রেখেছিল ২৬৪২১.৮৫-এর স্তর। সেখানে টপিক্স সূচকের ক্ষেত্রেও ০.৭০ শতাংশ বা ১৩.০৭ পয়েন্ট উত্থান দেখা যায়। ফলে তা রয়েছে ১৮৬৯.২৭-এর স্তরে।
আবার ওয়াল স্ট্রিট (Wall Street)-এর মুখ্য সূচকগুলিতে গত মঙ্গলবার প্রায় ২ শতাংশ উর্ধ্বগতি দেখা গিয়েছিল। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ (Dow Jones Industrial Average) বৃদ্ধি পেয়েছে ৬৪১.৪৭ পয়েন্ট বা ২.১৫ শতাংশ। ফলে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০৫৩০.২৫-এর স্তরে। এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500)-য় ৮৯.৯৫ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ বেড়ে তা রয়েছে ৩৭৬৪.৭৯ শতাংশে। আবার ওদিকে ন্যাসডাক কম্পোজিট (Nasdaq Composite)-এর ক্ষেত্রেও ২৭০.৯৫ পয়েন্ট বা ২.৫১ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। ফলে ওই সূচক পৌঁছেছে ১১০৬৯.৩০-এর স্তরে।