স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খারা (Dinesh Khara) জানিয়েছেন, অনলাইনে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধার ঘোষণা করতে পেরে অত্যন্ত খুশি ৷ এরকম একটি পরিস্থিতি এই পরিষেবার প্রয়োজন ছিল ৷ এর জেরে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত হতে চলেছে এবং গ্রাহকদের জন্য ডিজিটাল সিগনেচারও তৈরি করা হবে ৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ফেশিয়াল রেকগনিশন টেকনোলজির মাধ্যমে এটি একটি কনট্যাক্টলেস ও পেপারলেস পদ্ধতি হতে চলেছে ৷ গত বছর বেশ কয়েকটি প্রাইভেট ব্যাঙ্ক গ্রাহকদের ভিডিও কেওয়াইসি-র সুবিধা দিয়েছিল ৷
advertisement
YONO অ্যাপের মাধ্যমে এভাবে করতে পারেন ভিডিও কেওয়াইসি
নিজের ফোনে YONO অ্যাপ ডাউনলোড করতে পারেন
‘New to SBI’ এ ক্লিক করে ‘Insta Plus Savings Account’ সিলেক্ট করুন
এরপর অ্যাপে নিজের আধার ডিটেল দিন
আধার অথেন্টিকেশন হওয়ার পর নিজের পার্সোনাল ডিটেল দিতে হবে
এরপর কেওয়াইসি প্রক্রিয়ার জন্য একটি ভিডিও কল শিডিউল করতে হবে
ভিডিও কেওয়াইসির পর স্টেট ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে
