আরও পড়ুন: প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা সঞ্চয়ই গড়ে দেবে ২ কোটি টাকার মেগা ফান্ড
এখন প্রশ্ন হল, কোনও ব্যক্তি ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে চাইলে কোথায় সবচেয়ে বেশি লাভ পাবেন? সাধারণত অধিকাংশ মানুষ যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেখানেই এফডি করাতে পছন্দ করেন। অথবা কোনও বড় সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক বেছে নেন। কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। বিনিয়োগ করার আগে কোথায় কতটা সুবিধা পাওয়া যাবে সেদিকে খেয়াল রাখতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, পোস্ট অফিসে ৫ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে ৬.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়। অন্য দিকে, ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক এসবিআই-তে ৫ বছরের ট্যাক্স সেভার এফডি-তে মাত্র ৫.৫ শতাংশ হারে সুদ মেলে। এই হিসাব থেকে দেখে নেওয়া যাক এসবিআই এবং পোস্ট অফিসে ৫ বছরের এফডি-তে সুদের হারের এই পার্থক্য থাকলে রিটার্নে কতটা তারতম্য হবে।
advertisement
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় পশু মৃত্যুতে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে রেলের ! কিন্তু কেন ?
পোস্ট অফিস টিডি: জমা: ৫ লক্ষ টাকা, সময়কাল: ৫ বছর, সুদ: ৬.৭ শতাংশ, মেয়াদ শেষে রিটার্ন: ৬৯৭০৩৩ টাকা, সুদের মার্জিন: ১৯৭০৩৩ টাকা।
এসবিআই এফডি: জমা: ৫ লক্ষ টাকা, সময়কাল: ৫ বছর, সুদ: ৫.৫ শতাংশ, মেয়াদপূর্তির পরিমাণ: ৬৫৭০৩৩ টাকা, সুদের মার্জিন: ১৫৭০৩৩ টাকা।
মেয়াদ অনুযায়ী এসবিআই-তে সুদের হার: ৭ দিন থেকে ৪৫ দিন: ২.৯ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৩.৯ শতাংশ, ১৮০ দিন থেকে ২১০ দিন: ৪.৪ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছরের কম: ৪.৪ শতাংশ, ১ বছর থেকে ২ বছরের কম: ৫.১ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম: ৫.২ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম: ৫.৪৫ শতাংশ এবং ৫ বছরের এফডি: ৫.৫ শতাংশ।
আরও পড়ুন: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা
মেয়াদ অনুযায়ী পোস্ট অফিসে সুদের হার: ১ বছর: ৫.৫ শতাংশ, ২ বছর: ৫.৫ শতাংশ, ৩ বছর: ৫.৫ শতাংশ, ৫ বছর: ৬.৭ শতাংশ।