TRENDING:

SBI Alert! স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর, ১২০ মিনিট বন্ধ থাকবে ডিজিটাল পরিষেবা

Last Updated:

দেখে নিন কখন বন্ধ থাকবে পরিষেবা (SBI Alert)?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ৪৪ কোটি গ্রাহকদের জন্য ব্যাঙ্কের তরফে অ্যালার্ট (SBI Alert)জারি করা হয়েছে ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা ৯,১০, ও ১১ অক্টোবর প্রভাবিত হতে চলেছে ৷ এই তিনদিন বেশ কিছু সময়ের জন্য ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা, Yono, Yono Lite ও UPI পরিষেবা ব্যাহত থাকবে ৷ ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ব্যাঙ্ক ৷ আপনার যদি কোনও গুরুত্বপূর্ণ ডিজিটাল লেনদেন করার থাকে তাহলে আর দেরি না করে শীঘ্রই সেটা সেরে ফেলুন ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/7th-pay-commission-september-2021-salary-of-narendra-modi-government-employees-to-include-da-hra-hike-arn-672008.html

দেখে নিন কখন বন্ধ থাকবে পরিষেবা (SBI Alert)?

এসবিআই ট্যুইট করে জানিয়েছে, ৯ অক্টোবর রাত ১২:২০ থেকে ২:২০ পর্যন্ত এই পরিষেবাগুলি বন্দ থাকবে ৷ ১০ ও ১১ অক্টোবর রাত ১১:২০ থেকে ১:২০ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা ৷ ব্যাঙ্ক তাদের UPI প্ল্যাটফর্ম আপগ্রেড করতে চলেছে ৷ এই সময় গ্রাহকদের ইউপিআই ট্রানজাকশন বন্ধ থাকবে ৷ অর্থাৎ গ্রাহকরা এই সময় কোনওরকমের লেনদেন করতে পারবেন না ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/national/ratan-tatas-big-welcome-back-as-tata-sons-wins-disinvestment-bid-for-rs-180-billion-for-air-india-sale-rc-672007.html

এর আগেও একাধিকবার স্টেট ব্যাঙ্কের পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ...

প্রসঙ্গত, এটা প্রথমবার নয় ৷ এর আগেও সিস্টেম আপগ্রেড করার জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ বর্তমানে স্টেট ব্যাঙ্কের Yono অ্যাপে প্রায় ৩.৪৫ কোটি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছেন ৷ এই অ্যাপে প্রতিদিন প্রায় ৯০ লক্ষ লগইন হয়ে থাকে ৷ ডিসেম্বর ২০২০ ত্রৈমাসিকে এসবিআই ১৫ লক্ষের বেশি অ্যাকাউন্ট Yono অ্যাপের মাধ্যমে খুলেছে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/explained/tips-to-earn-lacs-and-lacs-of-rupees-from-poultry-farm-business-tc-dc-671860.html

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে (SBI Alert), সিস্টেম মেইন্টেনেন্সের কারণে ৯,১০ ও ১১ অক্টোবর ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে ৷ এই পরিষেবাগুলির মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং, Yono, Yono Lite ও UPI পরিষেবা সামিল রয়েছে ৷ ব্যাঙ্ক তাদের গ্রাহকদের উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে সময় সময়ে আপগ্রেড করতে থাকে সিস্টেম ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI Alert! স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর, ১২০ মিনিট বন্ধ থাকবে ডিজিটাল পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল