TRENDING:

স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে দুর্দান্ত সুবিধা! ফিক্সড ডিপোজিটের উপরেই দারুণ সুযোগ

Last Updated:

SBI loan: যাঁদের স্টেট ব্যাঙ্ক বা এসবিআই (SBI)-এ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা খুব সহজেই এই ঋণ পেয়ে যাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কথায় আছে, বিপদ বলে-কয়ে আসে না। আর বিপদের দিনে সকলেরই টাকার প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক থেকে ঋণ (Bank Loan) নিতে গেলেও অনেকটাই দেরি হয়ে যায়। আসলে ঋণ নেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে হাতে টাকা আসতেই অনেক সময় লেগে যায়। এই প্রতিবেদনে এমন এক ধরনের ঋণের বিষয়ে আলোচনা করা হল, যা খুব কম সময়ের মধ্যেই পাওয়া যায়। যাঁদের স্টেট ব্যাঙ্ক বা এসবিআই (SBI)-এ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা খুব সহজেই এই ঋণ পেয়ে যাবেন।
এসবিআই-এ দারুণ সুযোগ
এসবিআই-এ দারুণ সুযোগ
advertisement

তবে স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা এফডি (FD)-র উপর ঋণ পাওয়ার যোগ্যতাও খুবই সীমিত। যে কোনও ভারতীয় নাগরিক এই ঋণ বা লোন নিতে পারেন। সাধারণ গ্রাহক ছাড়াও স্ব-মালিকানা, অংশীদারি সংস্থা, সমিতি এবং ট্রাস্টগুলি ফিক্সড ডিপোজিটের উপর লোন নিতে পারে।

এই ঋণ বা লোনের বিশেষত্ব কী?

এই লোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এতে গ্রাহকের সিবিল (CIBIL) স্কোর দেখা হয় না। ফিক্সড ডিপোজিটের মোট মূল্যের ৯৫ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যাতে পারে। গ্রাহক সহজেই এফডি-র ৭৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন। এই লোনের জন্য গ্রাহককে কোনও প্রসেসিং ফি-ও দিতে হবে না। এমনকী গ্রাহক ডিমান্ড লোন (Demand Loan) এবং ওভারড্রাফ্ট (Overdraft) - উভয় সুবিধাই পাবেন। সর্বনিম্ন ৫০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

advertisement

আরও পড়ুন: শ্রীলঙ্কার ছায়া পাকিস্তানে! রক্ষাকর্তা হিসেবে উঠে আসছে সেই ভারতেরই নাম

ফিক্সড ডিপোজিটের উপর কীভাবে ঋণ পাওয়া যাবে?

স্টেট ব্যাঙ্ক থেকে এফডি-র উপর ঋণ নেওয়া খুবই সহজ। এ-ক্ষেত্রে নথিপত্রে কোনও জটিলতা নেই। ইন্টারনেট ব্যাঙ্কিং বা এসবিআই মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ইয়োনো-র মাধ্যমেই ঋণের জন্য আবেদন করা যাবে।

advertisement

নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে কীভাবে আবেদন করা যাবে?

প্রথমে নেট ব্যাঙ্কিং পোর্টালে লগ ইন করতে হবে। মেনু সেকশন থেকে ই-এফডি অপশনটি বেছে নিতে হবে। এর পর ‘ওভারড্রাফট এগেনস্ট এফডি’ অপশন বেছে নিতে হবে। গ্রাহকের সমস্ত এফডি-র তালিকা সামনে চলে আসবে। এর মধ্যে থেকে যে কোনও একটি এফডি বেছে নিয়ে ওভারড্রাফট চালিয়ে যাওয়ার অনুরোধ বা রিকোয়েস্ট করতে হবে। এর পর সমস্ত তথ্য দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে।

advertisement

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা হাই কোর্টে, ২০১৩ সালের উল্লেখ!

ঋণের টাকা কবে এবং কীভাবে পাওয়া যাবে?

ফিক্সড ডিপোজিটের উপরে লোনের জন্য আবেদন করার কয়েক দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে লোনের টাকা জমা হয়ে যাবে। যে অ্যাকাউন্টের সঙ্গে এফডি লিঙ্ক করা রয়েছে, সেই অ্যাকাউন্টেই টাকা আসবে।

advertisement

কত সুদ দিতে হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এফডি-র সুদের হারের থেকে ১ শতাংশ বেশি সুদ দিতে হবে। অর্থাৎ, এফডি-র সুদ ৫ শতাংশ হলে ঋণের সুদ হবে ৬ শতাংশ।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে দুর্দান্ত সুবিধা! ফিক্সড ডিপোজিটের উপরেই দারুণ সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল