আরও পড়ুনঃ রিটায়ারমেন্টের পরও মাসে মাসে আয়! এই প্যাসিভ ইনকাম প্ল্যানগুলো জানলে চিন্তা শেষ
কেন ভুল সিদ্ধান্ত ভয়াবহ হতে পারে?
ফিজিক্যাল সোনা (গহনা, কয়েন, বার) কিনলে ক্রয়ের সময় ৩% GST লাগায় যা শুরুর থেকেই রিটার্ন কম করে দেয়। এছাড়া making charges ও purity-এর খরচও মুনাফা কমায়।
advertisement
ডিজিটাল সোনা-র ক্ষেত্রেও একইভাবে GST ও spread-এর কারণে লাভের অংশ কমে যায়।
২৪ মাসের কম holding period-এ বিক্রি করলে শর্ট-টার্ম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী দিতে হয় এবং ২৪ মাসের পরেও ১২.৫% লং-টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় — এই সব নিয়ম ঠিক বুঝে না নিলে লাভের বড় অংশ কেটে যায়।
বিশেষজ্ঞরা কি বলছেন?
Sovereign Gold Bonds (SGBs) হলো সবচেয়ে ট্যাক্স-ফ্রেন্ডলি সোনা বিনিয়োগের উপায় — ৮ বছরের মেয়াদ শেষে মূলধনের appreciation-এ কর মুক্ত সুবিধা পাওয়া যায়। যদিও ৮ বছরের আগে যদি বিক্রি করেন, তবেও সুবিধাজনক ক্যাপিটাল গেইন ট্রিটমেন্ট থাকে।
Gold ETFs ও Gold Mutual Funds হল সক্রিয় তাৎক্ষণিক লিকুইডিটি এবং তুলনামূলক কম খরচের বিকল্প। এসব ক্ষেত্রে নির্দিষ্ট holding period পূরণ করলে লং-টার্ম ক্যাপিটাল গেইন কর লাগে, যা সহজে পরিকল্পনা করা যেতে পারে।
তুলনামূলকভাবে ফিজিক্যাল/ডিজিটাল সোনা-র উপর খরচ ও tax-এর বোঝা বেশি হওয়ায় দীর্ঘমেয়াদি বিনিয়োগে তা কম কার্যকর।
