১. টিটিই-র জন্য পিপিই কিটের ব্যবস্থা করা হচ্ছে ৷ মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক ৷
২. ২০০ ট্রেনের অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সময় ৩০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে ৷
৩.ভারতীয় রেলের তরফে আবেদন করা হয়েছে যে গর্ভবতী মহিলা, ১০ বছরের নীচে বাচ্চা বা ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিরা যাতে ট্রেনে যাতায়াত না করেন ৷
advertisement
৪. রেলের টিকিট কাউন্টারে বুকিং ও টিকিট বাতিলের প্রক্রিয়া চালু করে দেওয়া হয়েছে ৷
ট্রেনে যাত্রা করার সময় মানতে হবে যে নিয়ম-
১. স্টেশন ও ট্রেনের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷
২. কনফার্ম ও ভ্যালিড টিকিট থাকলেই স্টেশনে ঢুকতে দেওয়া হবে ৷
৩. মাস্ক পরা বাধ্যতামূলক ৷
৪. যে যাত্রীদের মধ্যে কোভিড ১৯ এর লক্ষণ নেই কেবল তাদের যাত্রা করতে দেওয়া হবে ৷ সমস্ত যাত্রীদের স্ক্রিনিং করা হবে ৷
৫. সমস্ত যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷
৬. যাত্রা করার আগে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক ৷