TRENDING:

Bank FD Rules: ব্যাঙ্কে FD করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই নিয়মগুলি, না হলে হতে পারে বড় লোকসান !

Last Updated:

Bank FD Rules: এফডি সংক্রান্ত একাধিক নিয়ম (Bank FD Rules) রয়েছে যা ইনভেস্ট করার আগে সকলের জেনে রাখা উচিৎ ৷ এতে লাভবান হবেন আপনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সেভিংসের জন্য ফিক্সড ডিপোজিট সবচেয়ে সুরক্ষিত এবং রিস্ক ফ্রি বিকল্প মনে করা হয় ৷ বিপুল সংখ্যক মানুষ সেভিংসের জন্য ব্যাঙ্কের এফডি-র উপর বেশি ভরসা করে থাকেন ৷ ছোট থেকে বয়স্ক সমস্ত বয়সের মানুষের কাছে এফডি অত্যন্ত জনপ্রিয় ৷ এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্যান্য স্কিমের থেকে এখানে আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং নির্দিষ্ট রেটে সুদ পেতে থাকবেন ৷ এখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী বিভিন্ন সময়ের জন্য এফডি করাতে পারবেন ৷ এফডি সংক্রান্ত একাধিক নিয়ম (Bank FD Rules) রয়েছে যা ইনভেস্ট করার আগে সকলের জেনে রাখা উচিৎ ৷ এতে লাভবান হবেন আপনি ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/get-yourself-registered-in-e-shram-portal-and-get-2-lac-rupees-benefit-dc-670509.html

এফডি দু’ধরনের হয় -

সাধারনত এফডি দু’ধরনের হয় ৷ প্রথমটি কিউমেলেটিভ এফডি এবং দ্বিতীয়টি নন- কিউমেলেটিভ এফডি ৷ এখানে ত্রৈমাসিক এবং বার্ষিক হিসেবে সুদ দেওয়া হয়ে থাকে ৷ আপনি রেগুলার ইন্টারভেলেও সুদের লাভ নিতে পারবেন ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/explained/details-about-three-best-mutual-funds-for-investments-tc-dc-670407.html

ফিক্সড ডিপোজিটে (Bank FD Rules) ইনভেস্ট করলে কী কী সুবিধা মিলবে ?

advertisement

  1. ইনভেস্টমেন্টের জন্য এফডি-কে সবচেয়ে সুরক্ষিত অপশন মনে করা হয়
  2. এখানে জমা করা মূল টাকার উপরে কোনও রিস্ক নেই
  3. মার্কেটের কোনও প্রভাব এফডি-তে সরাসরি পড়ে না
  4. এই স্কিমে গ্রাহকরা প্রতি মাসেও সুদের লাভ নিতে পারবেন
  5. সাধারনত এফডি-তে বেশি সুদ দেওয়া হয়ে থাকে ৷ প্রবীণ নাগরিকদের আরও বেশি সুদ দেওয়া হয়
  6. advertisement

  7. যে কোনও একটি এফডি-তে একবারই ইনভেস্ট করতে হয় ৷ এরপর বেশি টাকার এফডি করতে হলে অন্য একটি এফডি খুলতে হবে
  8. এফডি একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয় ৷ আপনি ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিতে পারবেন৷ তবে সে ক্ষেত্রে সুদের উপরে লোকসান হবে ৷ পাশাপাশি ব্যাঙ্কের তরফে কিছু পেনাল্টিও নেওয়া হয়ে থাকে ৷ সেটা অবশ্য বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা হয় ৷
  9. advertisement

এফডি-র উপরে ট্যাক্সের নিয়ম (Bank FD Rules)

এফডি-র উপরে ০-৩০ শতাংশ পর্যন্ত ট্যাক্স কাটা হয় ৷ এটা ইনভেস্টরের ট্যাক্স স্ল্যাবের উপরে নির্ভর করে ৷ বছরে ১০,০০০ টাকার বেশি ইন্টারেস্ট হলে এফডি-তে ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷ এর জন্য আপনার প্যান কার্ডের কপি জমা দিতে হবে ৷ প্যান কার্ড জমা না করলে ২০ শতাংশ টিডিএস কাটা হতে পারে ৷ ট্যাক্স যাতে না কাটা হয় সে ক্ষেত্রে ব্যাঙ্কে 15A ফর্ম জমা দিতে হবে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 15H জমা দিতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/pm-kisan-beneficiaries-likely-to-get-the-10th-instalment-very-soon-dc-670377.html

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank FD Rules: ব্যাঙ্কে FD করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই নিয়মগুলি, না হলে হতে পারে বড় লোকসান !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল