এফডি দু’ধরনের হয় -
সাধারনত এফডি দু’ধরনের হয় ৷ প্রথমটি কিউমেলেটিভ এফডি এবং দ্বিতীয়টি নন- কিউমেলেটিভ এফডি ৷ এখানে ত্রৈমাসিক এবং বার্ষিক হিসেবে সুদ দেওয়া হয়ে থাকে ৷ আপনি রেগুলার ইন্টারভেলেও সুদের লাভ নিতে পারবেন ৷
ফিক্সড ডিপোজিটে (Bank FD Rules) ইনভেস্ট করলে কী কী সুবিধা মিলবে ?
advertisement
- ইনভেস্টমেন্টের জন্য এফডি-কে সবচেয়ে সুরক্ষিত অপশন মনে করা হয়
- এখানে জমা করা মূল টাকার উপরে কোনও রিস্ক নেই
- মার্কেটের কোনও প্রভাব এফডি-তে সরাসরি পড়ে না
- এই স্কিমে গ্রাহকরা প্রতি মাসেও সুদের লাভ নিতে পারবেন
- সাধারনত এফডি-তে বেশি সুদ দেওয়া হয়ে থাকে ৷ প্রবীণ নাগরিকদের আরও বেশি সুদ দেওয়া হয়
- যে কোনও একটি এফডি-তে একবারই ইনভেস্ট করতে হয় ৷ এরপর বেশি টাকার এফডি করতে হলে অন্য একটি এফডি খুলতে হবে
- এফডি একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয় ৷ আপনি ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিতে পারবেন৷ তবে সে ক্ষেত্রে সুদের উপরে লোকসান হবে ৷ পাশাপাশি ব্যাঙ্কের তরফে কিছু পেনাল্টিও নেওয়া হয়ে থাকে ৷ সেটা অবশ্য বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা হয় ৷
advertisement
advertisement
এফডি-র উপরে ট্যাক্সের নিয়ম (Bank FD Rules)
এফডি-র উপরে ০-৩০ শতাংশ পর্যন্ত ট্যাক্স কাটা হয় ৷ এটা ইনভেস্টরের ট্যাক্স স্ল্যাবের উপরে নির্ভর করে ৷ বছরে ১০,০০০ টাকার বেশি ইন্টারেস্ট হলে এফডি-তে ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷ এর জন্য আপনার প্যান কার্ডের কপি জমা দিতে হবে ৷ প্যান কার্ড জমা না করলে ২০ শতাংশ টিডিএস কাটা হতে পারে ৷ ট্যাক্স যাতে না কাটা হয় সে ক্ষেত্রে ব্যাঙ্কে 15A ফর্ম জমা দিতে হবে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 15H জমা দিতে হবে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2021 1:38 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank FD Rules: ব্যাঙ্কে FD করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই নিয়মগুলি, না হলে হতে পারে বড় লোকসান !