আরবিআই এক সার্কুলারে বলেছে, কোনো আমানতকারীকে লকার বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে, ব্যাঙ্কগুলিকে শূন্য লকারগুলির শাখা-ভিত্তিক তালিকা এবং কোর ব্যাঙ্কিং সিস্টেম বা অন্য কোনো কম্পিউটারাইজড সিস্টেমে অপেক্ষার তালিকা বজায় রাখতে হবে, যা সাইবার নিরাপত্তার পরিকাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। লকার রুম অথবা ভল্টের নিরাপত্তার জন্য ব্যাঙ্ককে পর্যাপ্ত পদক্ষেপ নিতে হবে। অন্তত ১৮০ দিনের জন্য প্রবেশ এবং প্রস্থানের সিসিটিভি ফুটেজ রাখা প্রয়োজন। এখন লকার চুরি ও ডাকাতির ব্যাপারে ব্যাঙ্কের দায়িত্ব হবে লকারের ভাড়ার ১০০ গুণ পর্যন্ত।
advertisement
একনজরে দেখে নেওয়া যাক নতুন নিয়ম –
১) অনেক সময়েই লকার ভাড়া নেওয়ার পরেও চার্জ দেন না গ্রাহক। এই সমস্যা মেটাতে ‘টার্ম ডিপোজিট’ চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। লকার ভাড়া নেওয়া গ্রাহক যাতে সময়মতো লকারের ভাড়া পরিশোধ করেন তা নিশ্চিত করতে, লকার বরাদ্দের সময়ই এককালীন মেয়াদী আমানত নিতে পারবে ব্যাঙ্ক। লকার ভাড়া ও লকার ভেঙে খোলার চার্জও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
২) বর্তমানে যে সব গ্রাহক লকার ব্যবহার করছেন অর্থাৎ এই নির্দেশিকা জারির আগে থেকেই যারা লকার হোল্ডার তাদের কাছে থেকে ব্যাঙ্ক এই টার্ম ডিপোজিট নিতে পারবে না।
আরও পড়ুন: বাজেটে প্রবীণ নাগরিকদের আয়কর স্ল্যাবে কোনও বদল হল? যা জানতেই হবে!
৩) যদি গ্রাহক টানা তিন বছর লকারের ভাড়া পরিশোধ না করেন বা ব্যাঙ্কের নিয়ম অনুসরণ না করেন, তাহলে ব্যাঙ্কের কাছে সেই লকার খোলার ক্ষমতা থাকবে।
৪) খালি লকারগুলির শাখা ভিত্তিক তালিকা কোর ব্যাঙ্কিং সিস্টেম বা অন্য কোনও কম্পিউটারাইজড সিস্টেমে বজায় রাখতে হবে।
৫) লকার বরাদ্দের জন্য সমস্ত আবেদনের প্রাপ্তি স্বীকার করবে ব্যাঙ্ক। লকার খালি না থাকলে গ্রাহকদের অপেক্ষার তালিকা নম্বর প্রদান করা হবে।
আরও পড়ুন: প্রত্যেক মাসে ২৫০০ টাকা আয় করার এটাই সেরা অপশন
৬) নতুন নিয়ম অনুযায়ী, ভূমিকম্প, বন্যা ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে লকারের কোনও ক্ষতি হলে বা লকারের সামগ্রী হারিয়ে গেলে ব্যাঙ্কগুলি দায়ী থাকবে না। লকার চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড বা ব্যাঙ্ক কর্মচারীদের দ্বারা প্রতারণা হলে ব্যাঙ্কের দায়িত্ব হবে লকারের ভাড়ার ১০০ গুণ পর্যন্ত।
৭) এছাড়া, লকার ভাড়া নেওয়া গ্রাহক যাতে লকারে বিপজ্জনক কোনও বস্তু না রাখে তা নিশ্চিত করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ লকার চুক্তির সময় একটি অতিরিক্ত ধারা অন্তর্ভুক্ত করতে পারবে।
8) লকার ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা হচ্ছে কি না তা ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, নিশ্চিত করতে হবে যাতে কোনও অবাঞ্ছিত লকারের কাছে না যেতে পারে।
প্রসঙ্গত, বর্তমানে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে ছোট লকারের বার্ষিক ভাড়া ২০০০ টাকা। শহর এবং মেট্রো অঞ্চলে মাঝারি লকারের বার্ষিক ভাড়া ৪০০০ টাকা। বড় লকার নিতে চাইলে বার্ষিক ৮০০০ টাকা ভাড়া দিতে হয়। সঙ্গে আলাদা করে দিতে হবে জিএসটি।