Budget 2022: বাজেটে প্রবীণ নাগরিকদের আয়কর স্ল্যাবে কোনও বদল হল? যা জানতেই হবে!

Last Updated:

Budget 2022: ৮০ সি ধারার বাড়তি কর ছাড়ের হার বৃদ্ধিও করা হয়নি। ফলে গত অর্থবর্ষের মতো এবারও একই হারে কর প্রদান করতে হবে।

কোন বদল?
কোন বদল?
#নয়াদিল্লি: করোনা আবহে আয়করে বড়সড় ছাড় দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু ১ ফেব্রুয়ারি বাজেটে করদাতাদের হতাশ করে আয়কর স্ল্যাব অপরিবর্তিত রেখেছেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। ৮০ সি ধারার বাড়তি কর ছাড়ের হার বৃদ্ধিও করা হয়নি। ফলে গত অর্থবর্ষের মতো এবারও একই হারে কর প্রদান করতে হবে।
আগামী অর্থবর্ষ থেকে চাকরিজীবী শ্রেণীকে কর দেওয়ার জন্য দু'টি বিকল্প দেওয়া হয়েছে। কেউ পুরনো ব্যবস্থায় কর দিতে পারেন অথবা ৮০ সি, ৮০ ডি ডিডাকশন, এইচআরএ, এলটিএ ছাড়ের সুবিধে পেতে নতুন কর ব্যবস্থায় আবেদন করতে পারেন। নতুন ব্যবস্থায় করের হার পুরনোর থেকে কম।
তবে উভয় আয়কর ব্যবস্থাতেই ১৯৬১ সালের ইনকাম ট্যাক্স অ্যাক্টের ৮৭ এ ধারায় করদাতা ১২,৫০০ টাকা পর্যন্ত করছাড় পেতে পারেন। মনে রাখতে হবে, পুরনো কর ব্যবস্থায় মৌলিক কর ছাড়ের সীমা তাঁদের বয়স এবং আবাসিক অবস্থার উপর নির্ভর করে। যাই হোক, এক অর্থবর্ষে মৌলিক ছাড়ের সীমা ২.৫ লক্ষ টাকা।
advertisement
advertisement
তবে আয়কর রিটার্নে সময় ভুল হয়ে থাকলে তা শোধরানোর জন্য করদাতাদের বাড়তি সময় দেওয়া হবে এই অর্থবর্ষ থেকে। ২০২২-২৩ অর্থবর্ষ থেকে করদাতারা সংশ্লিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ারের দু'বছরের মধ্যে সংশোধিত রিটার্ন ফাইল করতে পারবেন। এতে মামলার জটিলতা কমবে।
আয়কর বিভাগের ওয়েবসাইট অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে –
১) সারচার্জের হার এবং স্বাস্থ্য এবং শিক্ষা উপকর, পুরনো এবং নতুন, দুই কর ব্যবস্থাতেই এক।
advertisement
২) ইউ/এস ৮৭-এর অধীনে ছাড়: যে ব্যক্তির মোট বার্ষিক আয় ৫ লাখ টাকার বেশি নয়, সেও আয়করের ১০০ শতাংশ বা ১২,৫০০ টাকা পর্যন্ত করছাড়ের যোগ্য, যা তুলনামূলকভাবে কম। এই ছাড় উভয় কর ব্যবস্থাতেই মিলবে।
advertisement
গত বছর অর্থাৎ ২০২১-২২-এর বাজেটে নির্মলা ঘোষণা করেছিলেন, যাদের আয়ের উৎস কেবল পেনশন বা সুদ, ৭৫ বছরের বেশি বয়সী এমন প্রবীণ নাগরিকদের আয়কর রিটার্ন দাখিল থেকে ছাড় দেওয়া হবে। তিনি বলেছিলেন, ‘স্বাধীনতার ৭৫ তম বর্ষে ৭৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের করের বোঝা কমাবে সরকার’।
advertisement
উল্লেখ্য, ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদেরও কর দিতে হয়। এখন শর্তসাপেক্ষে আয়কর রিটার্ন দাখিল করা থেকে তাঁদের ছাড় দেওয়া হতে পারে। সেটা কীভাবে? যে ব্যাঙ্ক থেকে সুদ মেলে সেই ব্যাঙ্কেই যদি পেনশনের টাকা জমা রাখা হয়, তাহলেই এই ছাড় দেওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022: বাজেটে প্রবীণ নাগরিকদের আয়কর স্ল্যাবে কোনও বদল হল? যা জানতেই হবে!
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement