রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, সারা দেশেই এই ফ্যাশন ফ্যাক্টরি অনন্য ভাবে তৈরি করা হয়েছে। রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের অনন্য সম্ভার। যা পাওয়া যাবে আকর্ষণীয় দামে। শুধু তা-ই নয়, এখানে গ্রাহকেরা এক ছাদের তলায় পেয়ে যাবেন ফ্যাশন সংক্রান্ত সমস্ত জিনিসপত্র। অর্থাৎ ফ্যাশনেবল জিনিসপত্র কেনার এখন একটাই ঠিকানা হয়ে উঠবে। এখানে থাকছে ৩৬৫ দিনের ফ্যাশন-সহ ‘ব্র্যান্ডস ফর লেস’। এ-ছাড়া সেরা ব্র্যান্ডগুলির উপর গ্রাহকরা পেয়ে যাবেন ২০ থেকে ৭০ শতাংশের আকর্ষণীয় ছাড়।
advertisement
আরও পড়ুন- নোনতা বিস্কুটের ধারে থাকা ঢেউখেলানো নকশার পিছনে আসল কারণ কী? জানলে অবাক হয়ে যাবেন
আসলে কলকাতায় ফ্যাশনের ক্ষেত্রে যাঁরা ব্র্যান্ড-সচেতন, তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ। আবার অনেকেই শপিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের উপর আকর্ষণীয় ছাড় পেতে চান, তাঁদের জন্যও এই ফ্যাশন ফ্যাক্টরি স্টোর দুর্দান্ত বিকল্প হয়ে উঠবে। অর্থাৎ আকর্ষণীয় দামে বিভিন্ন ব্র্যান্ড কেনাকাটার ক্ষেত্রে ফ্যাশনের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন ফ্যাশন-সচেতন নাগরিকরা।
এই ফ্যাশন ফ্যাক্টরি স্টোরে থাকবে আধুনিক বাতাবরণ। বড়-বড় প্রশস্ত করিডরও থাকবে, যার ফলে কেনাকাটার ক্ষেত্রে সুবিধা হবে গ্রাহকদের। আবার বহু জায়গায় বড় বড় স্টোরে শপিংয়ের ক্ষেত্রে পুরুষ, মহিলা ও শিশুদের সামগ্রীর সেকশন খুঁজে পেতে হামেশাই অসুবিধায় পড়েন গ্রাহকরা। এ-ক্ষেত্রে সেটা হবে না। রিলায়েন্স রিটেলের এই ফ্যাশন স্টোরে সহজেই হাতের কাছে মিলবে প্রয়োজনীয় সেকশন।
আরও পড়ুন- দেখুন তো, প্রথমেই কাকে দেখতে পাচ্ছেন? আসলে এটাই প্রেম জীবনের গোপন রহস্যের হদিশ দেবে
কিন্তু কী কী ব্র্যান্ড থাকছে এখানে? জানা গিয়েছে যে, বিশ্বব্যাপী ট্রেন্ড ধরে রাখার জন্য এখানে থাকছে দু’শোরও বেশি জনপ্রিয় ব্র্যান্ড। এগুলির মধ্যে অন্যতম লিভাইজ, পেপে, ক্রোকোডাইল, স্পাইকার, স্কেচার্স, পুমা, ক্রকস, লি কুপার, বাফেলো, বিশুদ্ধ, হার, পার্ক অ্যাভেনিউ, সৃষ্টি, ভিআইপি, স্কাইব্যাগস, জন প্লেয়ার্স, পিটার ইংল্যান্ড, রেমন্ড এবং আরও অনেক কিছু। এ-ছাড়াও রোজকার পরার জামাকাপড় থেকে শুরু করে পার্টিওয়্যার এবং উৎসব-পার্বণ ও বিয়েতে পরার পোশাকের সম্ভারের সঙ্গে থাকবে গোটা পরিবারের জন্য প্রায় ২০ হাজার স্টাইল অপশন।
এই স্টোরে ফ্যাশন সামগ্রীর নানা ক্যাটাগরিতে থাকবে দুর্দান্ত কালেকশন। পোশাক-আশাক, ইনারওয়্যার, জুতো, হ্যান্ডব্যাগ, লাগেজ এবং অ্যাকসেসরিজ তো থাকবেই। সঙ্গে থাকবে ওয়েস্টার্ন, এথনিক, ফর্মাল, ক্যাজুয়াল, ফিউশন, অ্যাথলেজার এবং স্পোর্টস সামগ্রীর বড়সড় পসরা।
আর সবথেকে বড় কথা হচ্ছে, এই নতুন মাল্টি-ব্র্যান্ড ফ্যাশন স্টোর একটা বিশেষ অফার দিচ্ছে। এখানে জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের উপর ফ্ল্যাট ৬০ শতাংশ এক বিশেষ ছাড় পেয়ে যাবেন গ্রাহকরা।
তা-হলে আর দেরি কীসের? উচ্চমানের ফ্যাশন সংক্রান্ত অভিজ্ঞতা এবং আকর্ষণীয় ছাড়ে কেনাকাটা করার আনন্দের স্বাদ উপভোগ করতে এই দুই স্টোরে অন্তত এক বার ঢুঁ মারা যেতেই পারে!