TRENDING:

Reliance Industries: টেলিকম থেকে খুচরো ব্যবসা, দ্বিতীয় ত্রৈমাসিকেও রিলায়েন্সের লাভের অঙ্ক ছাড়ালো ১৩ হাজার কোটি

Last Updated:

বিশেষজ্ঞদের প্রত্যাশাই ছিল, অন্তত ১২ শতাংশ বৃদ্ধি হয়ে রিলায়েন্সের লাভের অঙ্ক ১৫ হাজার ২৬৩ কোটিতে পৌঁছবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: দ্বিতীয় ত্রৈমাসিকেও সম্মিলিত ভাবে ১৩ হাজার ৬৫৬ কোটি টাকার লাভ ঘোষণা করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ ২০২১ সালে সেপ্টেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে যে অঙ্কটা ছিল ১৩ হাজার ৬৮০ কোটি টাকা৷
রিলায়েন্সের অগ্রগতি অব্যাহত৷
রিলায়েন্সের অগ্রগতি অব্যাহত৷
advertisement

সংস্থার আর্থিক হিসেব বলছে, সেপ্টেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার রাজস্ব বৃদ্ধি ৩৩.৭ শতাংশ বেড়ে ২.৩৭ লক্ষ কোটিটে পৌঁছেছে৷ পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে দেশে অন্যতম অগ্রণী এই সংস্থা টেলিকম, খুচরো ব্যবসাতেও উল্লেখযোগ্য ফলাফল করেছে৷

বিশেষজ্ঞদের প্রত্যাশাই ছিল, অন্তত ১২ শতাংশ বৃদ্ধি হয়ে রিলায়েন্সের লাভের অঙ্ক ১৫ হাজার ২৬৩ কোটিতে পৌঁছবে৷ এর পাশাপাশি সংস্থার বিক্রিতেও ৩৪ শতাংশ বৃদ্ধি হয়ে ২.২৫ লক্ষ কোটিতে পৌঁছবে৷

advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, সরকারের চাপানো বিশেষ রাজস্ব কর বাদ দিয়েও শেষ ত্রৈমাসিকে লাভের পরিমাণ গত বছরের তুলনায় ২৭.৮ শতাংশ বেড়ে ৩৮,৭০২ কোটি৷

আরও পড়ুন: এ-বার নেসলে থেকেই সরাসরি কেনা যাবে ম্যাগি! কোম্পানি চালু করেছে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম!

সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি একটি প্রেস বিবৃতিতে জানিয়েছেন, 'প্রতিটি ত্রৈমাসিকেই আমাদের গ্রাহক নির্ভর ব্যবসাগুলি নতুন লক্ষ্যমাত্রায় পৌঁছে যাচ্ছে৷ এই ফলাফলে আমি খুবই খুশি৷'

advertisement

রিলায়েন্সের ডিজিটাল ব্যবসার অন্যতম রিলায়েন্স জিও শেষ ত্রৈমাসিকেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে৷ শেষ ত্রৈমাসিকের তুলনায় সংস্থার অপারেটিং প্রফিট ৫.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২ হাজার ১১ কোটি টাকায় পৌঁছেছে৷ এই ত্রৈমাসিকেও উল্লেখযোগ্য সংখ্যায় নতুন গ্রাহক পেয়েছে রিলায়েন্স জিও৷ পাশাপাশি টেলিকম ক্ষেত্রে মাশুল বৃদ্ধিরও সুফল পেয়েছে সংস্থা৷

আরও পড়ুন: পিএফের সুদ দেরিতে পেলে কী হবে? কেন মাসের পর মাস বিলম্ব হয়? এর বিকল্প জানেন!

advertisement

সেপ্টেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে নতুন আরও প্রায় ৭৭ লক্ষ গ্রাহক পেয়েছে রিলায়েন্স জিও৷ ফলে ৩০ সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী, সংস্থার মোট ব্যবহারকারীর সংস্থা চার কোটি ছাড়িয়ে গিয়েছে৷ ডিজিটাল ব্যবসায় সংস্থার লাভের পরিমাণও প্রথম ত্রৈমাসিকের তুলনায় বেড়েছে৷ প্রথম ত্রৈমাসিকে যেখানে লাভের পরিমাণ ছিল ৪৮.৭ শতাংশ, বর্তমান ত্রৈমাসিকে তা বেড়ে হয়েছে ৪৯.৫ শতাংশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

অন্যদিকে খুচরো ব্যবসার ক্ষেত্রেও লাভের পরিমাণ গত বছরের তুলনায় ৪৪.৫ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৬৯৪ কোটিতে গিয়ে পৌঁছেছে৷ একই সঙ্গে বেড়েছে স্টোর এবং গ্রাহক সংখ্যাও৷ দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থা আরও ৭৯৫টি নতুন স্টোর খুলেছে৷ ফলে সংস্থার মোট স্টোরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৭৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Industries: টেলিকম থেকে খুচরো ব্যবসা, দ্বিতীয় ত্রৈমাসিকেও রিলায়েন্সের লাভের অঙ্ক ছাড়ালো ১৩ হাজার কোটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল