TRENDING:

Reliance Industries: টেলিকম থেকে খুচরো ব্যবসা, দ্বিতীয় ত্রৈমাসিকেও রিলায়েন্সের লাভের অঙ্ক ছাড়ালো ১৩ হাজার কোটি

Last Updated:

বিশেষজ্ঞদের প্রত্যাশাই ছিল, অন্তত ১২ শতাংশ বৃদ্ধি হয়ে রিলায়েন্সের লাভের অঙ্ক ১৫ হাজার ২৬৩ কোটিতে পৌঁছবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: দ্বিতীয় ত্রৈমাসিকেও সম্মিলিত ভাবে ১৩ হাজার ৬৫৬ কোটি টাকার লাভ ঘোষণা করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ ২০২১ সালে সেপ্টেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে যে অঙ্কটা ছিল ১৩ হাজার ৬৮০ কোটি টাকা৷
রিলায়েন্সের অগ্রগতি অব্যাহত৷
রিলায়েন্সের অগ্রগতি অব্যাহত৷
advertisement

সংস্থার আর্থিক হিসেব বলছে, সেপ্টেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার রাজস্ব বৃদ্ধি ৩৩.৭ শতাংশ বেড়ে ২.৩৭ লক্ষ কোটিটে পৌঁছেছে৷ পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে দেশে অন্যতম অগ্রণী এই সংস্থা টেলিকম, খুচরো ব্যবসাতেও উল্লেখযোগ্য ফলাফল করেছে৷

বিশেষজ্ঞদের প্রত্যাশাই ছিল, অন্তত ১২ শতাংশ বৃদ্ধি হয়ে রিলায়েন্সের লাভের অঙ্ক ১৫ হাজার ২৬৩ কোটিতে পৌঁছবে৷ এর পাশাপাশি সংস্থার বিক্রিতেও ৩৪ শতাংশ বৃদ্ধি হয়ে ২.২৫ লক্ষ কোটিতে পৌঁছবে৷

advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, সরকারের চাপানো বিশেষ রাজস্ব কর বাদ দিয়েও শেষ ত্রৈমাসিকে লাভের পরিমাণ গত বছরের তুলনায় ২৭.৮ শতাংশ বেড়ে ৩৮,৭০২ কোটি৷

আরও পড়ুন: এ-বার নেসলে থেকেই সরাসরি কেনা যাবে ম্যাগি! কোম্পানি চালু করেছে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম!

সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি একটি প্রেস বিবৃতিতে জানিয়েছেন, 'প্রতিটি ত্রৈমাসিকেই আমাদের গ্রাহক নির্ভর ব্যবসাগুলি নতুন লক্ষ্যমাত্রায় পৌঁছে যাচ্ছে৷ এই ফলাফলে আমি খুবই খুশি৷'

advertisement

রিলায়েন্সের ডিজিটাল ব্যবসার অন্যতম রিলায়েন্স জিও শেষ ত্রৈমাসিকেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে৷ শেষ ত্রৈমাসিকের তুলনায় সংস্থার অপারেটিং প্রফিট ৫.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২ হাজার ১১ কোটি টাকায় পৌঁছেছে৷ এই ত্রৈমাসিকেও উল্লেখযোগ্য সংখ্যায় নতুন গ্রাহক পেয়েছে রিলায়েন্স জিও৷ পাশাপাশি টেলিকম ক্ষেত্রে মাশুল বৃদ্ধিরও সুফল পেয়েছে সংস্থা৷

আরও পড়ুন: পিএফের সুদ দেরিতে পেলে কী হবে? কেন মাসের পর মাস বিলম্ব হয়? এর বিকল্প জানেন!

advertisement

সেপ্টেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে নতুন আরও প্রায় ৭৭ লক্ষ গ্রাহক পেয়েছে রিলায়েন্স জিও৷ ফলে ৩০ সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী, সংস্থার মোট ব্যবহারকারীর সংস্থা চার কোটি ছাড়িয়ে গিয়েছে৷ ডিজিটাল ব্যবসায় সংস্থার লাভের পরিমাণও প্রথম ত্রৈমাসিকের তুলনায় বেড়েছে৷ প্রথম ত্রৈমাসিকে যেখানে লাভের পরিমাণ ছিল ৪৮.৭ শতাংশ, বর্তমান ত্রৈমাসিকে তা বেড়ে হয়েছে ৪৯.৫ শতাংশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

অন্যদিকে খুচরো ব্যবসার ক্ষেত্রেও লাভের পরিমাণ গত বছরের তুলনায় ৪৪.৫ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৬৯৪ কোটিতে গিয়ে পৌঁছেছে৷ একই সঙ্গে বেড়েছে স্টোর এবং গ্রাহক সংখ্যাও৷ দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থা আরও ৭৯৫টি নতুন স্টোর খুলেছে৷ ফলে সংস্থার মোট স্টোরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৭৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Industries: টেলিকম থেকে খুচরো ব্যবসা, দ্বিতীয় ত্রৈমাসিকেও রিলায়েন্সের লাভের অঙ্ক ছাড়ালো ১৩ হাজার কোটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল