Nestle: এ-বার নেসলে থেকেই সরাসরি কেনা যাবে ম্যাগি! কোম্পানি চালু করেছে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম!
Last Updated:
Nestle: তর্ক থামার আগেই যে গরমাগরম ম্যাগি দিয়ে পেট পুজো হয়ে যাবে, সে কে না-জানে!
#নয়াদিল্লি: কথায় যতই থাক 'জলই জীবন', প্রয়োজনে সেই কথাটা যে ম্যাগির ক্ষেত্রেও সমান কার্যকর, তা বোধহয় ভুক্তভোগীদের অজানা নয়! দু'মিনিট নাকি দশ মিনিট, সে নিয়ে তর্ক চলতেই পারে, কিন্তু সেই তর্ক থামার আগেই যে গরমাগরম ম্যাগি দিয়ে পেট পুজো হয়ে যাবে, সে কে না-জানে!
এ-বার তো নেসলে থেকেই সরাসরি কেনা যাবে ম্যাগি। নেসলে এখন সরাসরি গ্রাহকদের কাছে নিজেদের পণ্য সরবরাহ করবে বলে জানা গিয়েছে। গ্রাহকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য, সংস্থাটি নিজেদের ই-কমার্স প্ল্যাটফর্ম মাই নেসলে (MyNestle) চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা কোম্পানির নানা জিনিস যেমন ম্যাগি বা মান্চ-সহ অন্যান্য পণ্যও কিনতে পারবেন। এই প্ল্যাটফর্মে শুধু নেসলের পণ্য কেনাই নয়, গ্রাহকরা বিনামূল্যে পুষ্টি সংক্রান্ত নানা পরামর্শ নিতে পারবেন। মাই নেসলের মাধ্যমে বাছাই পণ্যের সম্ভার, ব্যক্তিগত উপহার এবং ডিসকাউন্ট অফারও পাওয়া যাবে।
advertisement
advertisement
হিন্দুস্তান ইউনিলিভার, মেরিকো, আইটিসি-সহ অনেক খুচরো পণ্য বিক্রেতা ইতিমধ্যেই ভারতে তাদের গ্রাহকদের জন্য এমন প্ল্যাটফর্ম চালু করেছে। ভারতীয় বাজারে মামাআর্থ, প্লাম গুডনেস অথবা লিসিয়াস-এর আগমনের পর বড় কোম্পানিগুলির জন্যও নিজস্ব প্ল্যাটফর্ম চালু করা বাধ্যতামূলক হয়ে উঠেছিল। ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনাকাটার ক্রমবর্ধমান প্রবণতা বড় কোম্পানিগুলিকে তাদের নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করতে বাধ্য করছে।
advertisement
প্রাথমিক ভাবে, নেসলের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য কেনার সুবিধা শুধু দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে এই সুবিধা সারা দেশে উপলব্ধ করতে চায় নেসলে। নেসলে ইন্ডিয়া-র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সুরেশ নারায়ণন বলেছেন যে, কোম্পানি তার পণ্যগুলি সরাসরি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেবে। এর জন্য সংস্থাটি www.mynestle.in চালু করেছে। তিনি বলছিলেন যে, সংস্থার লক্ষ্য হচ্ছে, গ্রাহকদের তাদের সুবিধা অনুসারে সঠিক গুণমানের পণ্য সরবরাহ করা।
advertisement
অনেক কোম্পানি এমন প্ল্যাটফর্ম আগেই চালু করেছে। ডাবর অথবা টাটা কনজিউমার-এর মতো কোম্পানি ইতিমধ্যেই তাদের ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করেছে। আর তারা তাদের ই-কমার্স প্ল্যাটফর্মের কথা মাথায় রেখেই একচেটিয়া পণ্য বাজারেও আনছে। ডাবর ইন্ডিয়া যেমন এই আর্থিক বছরে ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির জন্য ১০০ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করেছে। বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে থাকে চাইছে না নেসলে। অনেক স্টার্ট-আপ কোম্পানি যেমন তাদের ই-কমার্স সাইট দ্বারা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে, নেসলে-র মতো বড় কোম্পানিও সেই দৌড়ে নাম লিখিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 2:48 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Nestle: এ-বার নেসলে থেকেই সরাসরি কেনা যাবে ম্যাগি! কোম্পানি চালু করেছে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম!