TRENDING:

Reliance AGM 2023: RIL বোর্ডে এলেন আকাশ, অনন্ত এবং ইশা আম্বানি, সরলেন নীতা আম্বানি

Last Updated:

Reliance AGM 2023: বোর্ডে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আকাশ আম্বানি, অনন্ত আম্বানি ও ইশা আম্বানিকে। শেয়ার হোল্ডাররা ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানিকে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ডে বড় ধরনের পরিবর্তন হয়েছে। বোর্ডে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আকাশ আম্বানি, অনন্ত আম্বানি ও ইশা আম্বানিকে। শেয়ার হোল্ডাররা ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানিকে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন। ৪৬ তম এজিএমে আরআইএল বোর্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নীতা আম্বানি। পাশাপাশি নীতা আম্বানির পদত্যাগপত্রও গ্রহণ করেছে বোর্ড। নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনকে আরও সময় দিতে RIL-এর বোর্ড থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
RIL বোর্ডে এলেন আকাশ, অনন্ত এবং ইশা আম্বানি, সরলেন নীতা আম্বানি
RIL বোর্ডে এলেন আকাশ, অনন্ত এবং ইশা আম্বানি, সরলেন নীতা আম্বানি
advertisement

advertisement

অন্যদিকে, Jio-এর এয়ার ফাইবারও নিয়েও অপেক্ষার পালা শেষ। আগামী ১৯ সেপ্টেম্বর এটি চালু হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এদিন এজিএম-এ এটি ঘোষণা করেন। Jio Air Fiber 5G নেটওয়ার্ক এবং অত্যাধুনিক ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে বাড়ি এবং অফিসে ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করবে। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘Jio Airfiber-এর জন্য প্রতিদিন ১৫০,০০০ সংযোগ দেওয়া যেতে পারে।’

advertisement

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছেন, “জিওর জন্য ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্য রয়েছে। Jio হল নিউ ইন্ডিয়ার ডিজিটাল রূপান্তরের প্রতীক এবং ফলে সংস্থা লক্ষ্যের দিকে বড় পদক্ষেপ নিয়েছে। Jio 5G-এর রোলআউট হল বিশ্বের যে কোনও কোম্পানির দ্রুততম 5G রোলআউট।”

আরও পড়ুন, জিও-র জন্মলগ্ন থেকে শুরু করে সাফল্যের কথা; ভবিষ্যতের লক্ষ্যমাত্রা জানালেন

advertisement

আরও পড়ুন, ‘৯,৭৪,৮৬৪ কোটি টাকা আয় রিলায়েন্সের’, বার্ষিক সাধারণ সভায় জানালেন মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি বলেন, ৯ মাসের মধ্যে ৯৬ শতাংশ গ্রামে জিও পরিষেবা পাওয়া যাবে। ভারতের ডিজিটাল প্রযুক্তিতে Jio 5G এবং Jio Bharat এর একটি বড় অবদান থাকবে। রিলায়েন্স রিটেল ডিরেক্টর ইশা আম্বানি বলেন, “আমরা গত বছর ৩,৩০০ টিরও বেশি নতুন স্টোর খুলেছি। এর মোট সংখ্যা ১৮,০৪০ এ নিয়ে গেছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

28082023 – Media Release

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance AGM 2023: RIL বোর্ডে এলেন আকাশ, অনন্ত এবং ইশা আম্বানি, সরলেন নীতা আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল