TRENDING:

Darjeeling: দীপাবলিতে ভাঙল সব রেকর্ড! মদ বিক্রিতে দার্জিলিং কত অঙ্কের মদ বিক্রি হয়েছে জানেন? অবিশ্বাস্য

Last Updated:

Darjeeling: গত বছর যেখানে দীপাবলির সময় জেলাজুড়ে মদ বিক্রি হয়েছিল প্রায় ২ কোটি ৯১ লক্ষ ৬৬ হাজার ৪৩১ টাকার, সেখানে এবছর সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার ৪৫০ টাকায়। যা রেকর্ড সংখ্যক বিক্রি হিসেবে ধরা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: দীপাবলির মরসুমে দার্জিলিং জেলায় রেকর্ড পরিমাণ মদ বিক্রির নজির গড়েছে এবছর। আবগারি দফতরের তথ্য অনুযায়ী, গত বছর যেখানে দীপাবলির সময় জেলাজুড়ে মদ বিক্রি হয়েছিল প্রায় ২ কোটি ৯১ লক্ষ ৬৬ হাজার ৪৩১ টাকার, সেখানে এবছর সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার ৪৫০ টাকায়। যা রেকর্ড সংখ্যক বিক্রি হিসেবে ধরা হচ্ছে।
 মদ বিক্রি 
 মদ বিক্রি 
advertisement

করোনা-পরবর্তী সময়ে ব্যবসার মন্দাভাব কাটিয়ে এবার শিলিগুড়ি ও আশপাশের মহকুমায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে বাজার। সিআইআই সূত্রে জানা গিয়েছে, এবছর দীপাবলির সময় সামগ্রিকভাবে প্রায় ৪০ শতাংশ ব্যবসা বৃদ্ধি পেয়েছে। জেলার মোট ব্যবসার পরিমাণ ছুঁয়েছে প্রায় ৫০০ কোটির গণ্ডি, যা এক বিরাট মাইলফলক।

আরও পড়ুনঃ ছট উৎসবে যাত্রীদের জন্য বিরাট সুখবর! এই রুটে চলবে ৩১ পুজো স্পেশ্যাল ট্রেন, কোন রুটে কোন সময় চলবে? জানুন

advertisement

বিস্তারিত তথ্য অনুযায়ী, এ বছর ২৫০ কোটি টাকার বাইক ও চারচাকা গাড়ি বিক্রি হয়েছে। আলো, জামাকাপড়, প্রদীপ-সহ অন্যান্য সামগ্রী মিলিয়ে ব্যবসা হয়েছে প্রায় দেড়শ কোটি টাকার। পাশাপাশি মিষ্টি, আতশবাজি ও অন্যান্য দীপাবলি-সম্পর্কিত পণ্যের বিক্রিতেও বৃদ্ধি দেখা গিয়েছে—এই খাতেই প্রায় ১০০ কোটির ব্যবসা হয়েছে বলে অনুমান।

View More

আরও পড়ুনঃ ভাইফোঁটার আগের রাতে একলাফে বাড়ল দাম! একদিনে লক্ষ লক্ষ টাকা আয়, ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি, কী বলুন তো?

advertisement

শিলিগুড়িতে প্রতি বছরের মতো এবছরও বাজি বাজার জমজমাট ছিল। ব্যবসায়ীদের লক্ষ্য ছিল ১৪ কোটি টাকার বাজি বিক্রি, তবে প্রাকৃতিক দুর্যোগ ও সিকিম থেকে ক্রেতা কমে যাওয়ায় সামান্য ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে, মিষ্টির বাজারে নতুন রেকর্ড—প্রতি বছর যেখানে বিক্রি ৮০ থেকে ৮৫ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকত, সেখানে এবছর সেই সংখ্যা ১ কোটি ২০ লক্ষ ছাড়িয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

তবে দীপাবলির এই উল্লাসের মধ্যেও ক্ষতির মুখ দেখেছেন ফুল ব্যবসায়ীরা। একদিকে ফুলের দাম বৃদ্ধি, অন্যদিকে আর্টিফিশিয়াল মালার চাহিদা বেড়ে যাওয়ায় এবছর ফুলের ব্যবসা প্রায় ৬ কোটি থেকে নেমে এসেছে ২ কোটিতে। যদিও এতে খুশি দশকর্মা ভাণ্ডারের ব্যবসায়ীরা—কারণ কৃত্রিম মালা বিক্রির কারণে তাদের বাজার এবছর দারুণ জমেছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Darjeeling: দীপাবলিতে ভাঙল সব রেকর্ড! মদ বিক্রিতে দার্জিলিং কত অঙ্কের মদ বিক্রি হয়েছে জানেন? অবিশ্বাস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল