অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, সরকারকে এই বন্ডের জেরে টাকা দিতে হয় ৷ ২০০৫-২০১০ সালের মধ্যে তৎকালীন ইউপিএ সরকার তেল সংস্থাগুলিকে অয়েল বন্ড জারি করেছিল ৷ এর জেরে সেই সময় তৎকালীন সরকারকে সংস্থাগুলি নগদ সাবসিডি দিতে হয়নি এবং আগামী কয়েক বছরে কিস্তিতে দেওয়ার কথা ছিল ৷
অয়েল বন্ড এক ধরনের স্পেশ্যাল সিকিউরিটিজ যা সরকারের তরফে তেল সংস্থাগুলি যেমন হিন্দুস্থান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামকে ক্যাশ সাবসিডি হিসেবে দেওয়া হয় যাতে সাধারণের উপর তেলের দামের চাপ না পড়ে ৷ অয়েল বন্ড ১৫-২০ বছরের জন্য হয় ৷ তেল সংস্থাগুলিকে এই বন্ডের উপরে সুদও দেওয়া হয় ৷
advertisement
নির্মলা সীতারমন জানিয়েছেন, ইউপিএ সরকার প্রায় ১.৪৪ লক্ষ কোটি টাকার অয়েল বন্ড ইস্যু করেছিল ৷ ২০১৪-১৫ সালে অয়েল বন্ডের ১.৩৪ লক্ষ কোটি টাকা বকেয়া ছিল ৷ মোদি সরকার ৭০,১৯৫ কোটি টাকার সুদ দিয়েছে ৷ পাশাপাশি মোদি সরকাররে ৩৫০০ কোটি টাকা দিয়ে হয়েছে অয়েল বন্ডের জন্য ৷ ২০২৬ পর্যন্ত সরকারকে ৩৭০০০ কোটি টাকা সুদ দিতে হবে ৷ ২০২৬ পর্যন্ত সরকারকে ১.৩০ লক্ষ কোটি টাকা দিতে হবে ৷
