TRENDING:

RBI: ICICI Bank এবং Axis Bank-সহ ৫ ব্যাঙ্ককে জরিমানার নির্দেশ আরবিআই-এর, কিন্তু কেন এই শাস্তি? পড়ুন

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র তরফে এ-ও বলা হয়েছে যে, ব্যাঙ্কগুলির তাদের গ্রাহকদের সঙ্গে করা কোনও লেনদেন বা চুক্তির বৈধতা নিয়ে কিছু করার উদ্দেশ্যে এই সমস্ত জরিমানা ধার্য করা হয়নি, বরং নিয়ন্ত্রক সম্মতি সংক্রান্ত ত্রুটির উপর ভিত্তি করেই চাপানো হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত শুক্রবারই পাঁচ ঋণদাতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এই তালিকায় রয়েছে ICICI Bank, Axis Bank, Bank of Maharashtra, IDBI Bank এবং Bank of Baroda। নির্দিষ্ট কিছু নিয়ন্ত্রক সম্মতির ত্রুটির কারণেই এই বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে আরবিআই। যার জেরে এই ব্যাঙ্কগুলির উপর চাপানো জরিমানার পরিমাণ ৯৮ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 
Image: News 18
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক Image: News 18
advertisement

একাধিক নির্দেশিকা লঙ্ঘনের জন্য ৯৭.৮০ লক্ষ টাকা জরিমানার মুখে পড়তে হল ICICI Bank-কে:

‘সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ইন ব্যাঙ্কস’, ‘নো ইওর কাস্টোমার (কেওয়াইসি)’ এবং ‘ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড — ইস্যুয়েন্স অ্যান্ড কনডাক্ট’ সম্পর্কিত বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) দ্বারা জারি করা নির্দিষ্ট কিছু নির্দেশিকা অমান্য করার জন্য ICICI Bank-এর উপর ৯৭.৮০ লক্ষ টাকা জরিমানা চাপানো হয়েছে।

advertisement

Bank of Baroda-র উপর চাপল ৬১.৪০ লক্ষ টাকা জরিমানার বোঝা:

অন্য একটি বিবৃতিতে আরবিআই-এর তরফে বলা হয়েছে যে, ‘ব্যাঙ্ক দ্বারা প্রদান করা আর্থিক পরিষেবা’ এবং ‘ব্যাঙ্কের কাস্টোমার সার্ভিস’ সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশিকা অমান্য করার জন্য Bank of Baroda-র উপর ৬১.৪০ লক্ষ টাকা শাস্তিমূলক ভাবে জরিমানা চাপানো হয়েছে।

IDBI Bank এবং Bank of Maharashtra-এর উপর চাপানো হল ৩১.৮ লক্ষ টাকা জরিমানা:

advertisement

এখানেই শেষ নয়, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ‘কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য স্বল্পমেয়াদি ঋণের জন্য সুদ সহায়তা প্রকল্প’ সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশিকা না মানায় IDBI Bank-এর উপর ৩১.৮ লক্ষ টাকা জরিমানাও চাপানো হয়েছে।

এদিকে আবার ‘কেওয়াইসি’ সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা অমান্য করার জন্য Bank of Maharashtra-কে ৩১.৮০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই।

advertisement

Axis Bank-কে ২৯.৬০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ

আবার ‘ইন্টারন্যাল অথবা অফিস অ্যাকাউন্ট বিনা অনুমোদনে পরিচালনা’ সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা মানা হয়নি বলে Axis Bank-এর উপর ২৯.৬০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

এই সমস্ত ক্ষেত্রেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র তরফে এ-ও বলা হয়েছে যে, ব্যাঙ্কগুলির তাদের গ্রাহকদের সঙ্গে করা কোনও লেনদেন বা চুক্তির বৈধতা নিয়ে কিছু করার উদ্দেশ্যে এই সমস্ত জরিমানা ধার্য করা হয়নি, বরং নিয়ন্ত্রক সম্মতি সংক্রান্ত ত্রুটির উপর ভিত্তি করেই চাপানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI: ICICI Bank এবং Axis Bank-সহ ৫ ব্যাঙ্ককে জরিমানার নির্দেশ আরবিআই-এর, কিন্তু কেন এই শাস্তি? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল