আরবিআই-এর নীতি নির্ধারক মনিটারি পলিসি কমিটি বা এমপিসি-তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এমপিসি-র ছয় সদস্যের মধ্যে পাঁচ জনই রেপো রেট বৃদ্ধির পক্ষে মত দেন৷ এই সিদ্ধান্তের ফলে রেপো রেট বেড়ে হল ৬.২৫ শতাংশ৷
আরও পড়ুন: মন্দার আঁচ আরও তীব্র, এবার কয়েকশো কর্মী ছাঁটাই করতে চলেছে পেপসিকো!
advertisement
২০১৮ সালের পর এটিই আরবিআই-এর বেঁধে দেওয়া সর্বোচ্চ রেপো রেট৷ এর ফলে হোম লোন সহ অন্যান্য ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রে সুদের হার আরও বাড়ার আশঙ্কা তৈরি হল৷ চলতি বছরে এই নিয়ে পঞ্চম বার রেপো রেট বৃদ্ধি করা হল৷
আরও পড়ুন: এবার এটিএম থেকে বেরোবে সোনা, দেখে নিন কোথায় খুলল দেশের প্রথম গোল্ড এটিএম
বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে আরবিআই যে ঋণ দেয়, তার সুদের হারকেই বলা হয় রেপো রেট৷ ফলে রেপো রেট বৃদ্ধি হলে তার প্রভাব সরাসরি এসে পড়ে ব্যাঙ্ক লোন গ্রহিতাদের উপর৷
যদিও এ দিন ২০২৩ আর্থিক বর্ষে দেশের সম্ভাব্য জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৮ শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ যদিও আগামী আর্থিক বর্ষে মুদ্রাস্ফীতির হার ৬.৭ শতাংশেই বেঁধে রেখেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷