আরও পড়ুন: লাগাতার ২ দিন ধরে সোনার দামে বিপুল পতন, সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ
রিজার্ভ ব্যাঙ্কের ট্যুইট-
ট্যুইট করে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কিং ফ্রড থেকে বাঁচার একাধিক পরামর্শ দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কিং লেনদেনের জন্য সুরক্ষিত ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি লেনেদেনের সময় পাবলিক নেটওয়ার্ক কানেকশন ব্যবহার না করার কথাও বলা হয়েছে ৷ পাবলিক ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন থেকে হ্যাকাররা সহজেই আপনার ফোন বা ল্যাপটক হ্যাক করে সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে ৷
advertisement
আরও পড়ুন: বাজারে বাড়ছে জাল নোট! এই ভাবে চেক করে নিন আপনার ৫০০ টাকার নোট আসল না নকল ...
কীভাবে প্রতারকরা আপনার টাকা হাতিয়ে নেয় -
সাইবার অপরাধিরা যে কোনও ব্যাঙ্ক বা ফিন্যান্সিয়াল সংস্থার টোল ফ্রি নম্বর যেমন (উধারণ হিসেবে ধরুন ) 1800 123 1234 নম্বরের সঙ্গে মিলিয়ে কাছাকাছি নম্বর নিয়ে থাকে ৷ এরপর অপরাধী এই নম্বর ট্রু কলার বা অন্য কোনও অ্যাপ্লিকেশনে ব্যাঙ্ক বা ফিন্যান্সিয়াল সংস্থার নামে রেজিস্টার্ড করে রাখে ৷ এবার আপনি যদি ট্রু কলারের মাধ্যমে ব্যাঙ্ক বা ফিন্যান্সিয়াল সংস্থায় ফোন করেন তাহলে সাইবার অপরাধীদের কাছে ফোন পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এবং সে আপনার সমস্ত তথ্য হাতিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে খালি করে দেয় ৷
আরও পড়ুন: ব্যাঙ্কে এফডি করছেন? দেখে নিন ট্যাক্স ছাড় পাবেন কীভাবে, মিলবে কী কী সুবিধা!
কীভাবে বাঁচবেন এরম ফ্রডের হাত থেকে
আপনি কোনও ব্যাঙ্ক বা ফিন্যান্সিয়াল সংস্থায় ফোন করলে আগে থেকে তার টোল ফ্রি নম্বর সম্পর্ক কনফার্ম হয়েই কল করবেন ৷ আর আসল নম্বরে কল করলেও ফোন কখনও নিজের এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে কোনও তথ্য জানাবেন না ৷