এই আইপিও-র মাধ্যমে ১৫৮১ কোটি টাকা তুলতে চায় রেইনবো চিলড্রেনস মেডিকেয়ার। বিএসই ওয়েবসাইটে প্রাইস ব্র্যান্ড উল্লেখ করে ২.৯৪ কোটি টাকার ইক্যুইটি শেয়ার বিক্রির কথা উল্লেখ করেছে। খুচরো বিনিয়োগকারীরা ইউপিআই-এর মাধ্যমে এই আইপিও কেনার জন্য আবেদন করতে পারবেন। এই আইপিওর অধীনে ২৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হবে।
আরও পড়ুন : এবার নিউটাউনের রাস্তা কাঁপাবে ই-বাস! কবে থেকে চালু? ভাড়া কত? জেনে নিন রুট...
advertisement
কোম্পানিটি প্রোমোটার রমেশ কাঞ্চারলা, দীনেশ কুমার চিরলা এবং আদর্শ কাঞ্চারলা, প্রোমোটার গ্রুপ সত্তা পদ্মা কাঞ্চারলা এবং বিনিয়োগকারী ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পিএলসি (পূর্বে সিডিসি গ্রুপ পিএলসি) এবং সিডিসি ইন্ডিয়া ওএফএস-এর মাধ্যমে শেয়ার বিক্রি করবে। এই ইস্যুতে যোগ্য কর্মীদের জন্য ৩ লাখ শেয়ার সংরক্ষিত রাখা হয়েছে।
রেইনবো চিলড্রেনস মেডিকেয়ার-এর তরফে জানানো হয়েছে, নতুন শেয়ার থেকে সংগৃহীত অর্থ নতুন হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ক্রয় এবং সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করা হবে। রেইনবো চিলড্রেন মেডিকেয়ারের ইক্যুইটি শেয়ার বিএসই এবং এনএসই উভয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হবে। এছাড়াও শেয়ারের মূল্য হবে ১০ টাকা। কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি, জেপি মরগান ইন্ডিয়া এবং আইআইএফএল সিকিউরিটিজ ইস্যুটির প্রধান পরিচালক।
আরও পড়ুন : চিন্তা বাড়ছে দেশে? করোনা পরিস্থিতি নিয়ে এবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদি
রেইনবো-তে মূলত শিশুরোগের চিকিৎসা হয়। সদ্যোজাতদের জন্য পেডিয়াট্রিক মাল্টি-স্পেশালিটি পরিষেবা, পেডিয়াট্রিক কোয়াটারনারি কেয়ার (মাল্টি-অর্গান ট্রান্সপ্ল্যান্ট সহ)-এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রসূতি এবং স্ত্রী রোগের চিকিৎসাও এখানে হয়। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের বড় ৬টি শহরে ১৫০০ শয্যাবিশিষ্ট রেইনবো-র ১৪ টি হাসপাতাল রয়েছে। এখানে ২৪ ঘণ্টা পরিষেবার দেন ৬৪১ জন চিকিৎসক। এছাড়াও ১৯৪৭ জন ভিজিটিং চিকিৎসক রয়েছেন। পাশাপাশি রয়েছে উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম-সহ ৩ টি অত্যাধুনিক ক্লিনিক। উল্লেখ্য, ১৯৯৯ সালে তেলঙ্গানায় প্রথম পেডিয়াট্রিক হাসপাতাল প্রতিষ্ঠা করেছিল রেইনবো।