TRENDING:

Railway: IRCTC-র বিশেষ অফার! ৭ জ্যোতির্লিঙ্গ যাত্রার সুবর্ণ সুযোগ... জানুন ভাড়া, রুট এবং বুকিংয়ের বিশদ তথ্য

Last Updated:

এছাড়াও, আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট www.irctctourism.com-এও অনলাইনে বুকিং করা যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC) ১১ থেকে ২২ এপ্রিল ভারত গৌরব যাত্রা ট্যুরিস্ট ট্রেনের মাধ্যমে সাতটি জ্যোতির্লিঙ্গ যাত্রার আয়োজন করতে চলেছে। এই যাত্রায় ভক্তরা উজ্জয়িনীর মহাকালেশ্বর ও ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, গুজরাতের সোমনাথ ও নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বারকাধীশ মন্দির, ভেট দ্বারকা ও সিগনেচার ব্রিজ, ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, পঞ্চবটী ও পুণেশ্বরের কালারাম জ্যোতির্লিঙ্গ, বিদেশীশ্বর মন্দির দর্শন করতে পারবেন।
News18
News18
advertisement

কারা পাবেন এই সুবিধা –

যোগনগরী ঋষিকেশ, হরিদ্বার, মোরাদাবাদ, বরেলি, শাহজাহানপুর, হরদোই, লখনউ, কানপুর, ওরাই, ঝাঁসি এবং ললিতপুর থেকে এই ট্রেনে ভ্রমণের সুবিধা পাওয়া যাবে। যাত্রীরা এই স্টেশনগুলির যে কোনও একটি থেকে এই ট্রেনে চড়তে পারেন এবং তাঁদের আধ্যাত্মিক যাত্রা উপভোগ করতে পারেন।

আরও পড়ুন : প্রেমিকার স্বামীর পাঠানো টাকায় চলত জুয়াখেলা! আইপিএল-এ বাজি ধরত! মুসকানের সঙ্গে বিলাসী জীবনে নিয়মিত বেড়াতেও যেত বেকার সাহিল

advertisement

কমফোর্ট ক্লাস প্যাকেজ –

এই ক্যাটাগরির প্যাকেজের মধ্যে, যাত্রীদের ডিলাক্স হোটেলে এসি রুম (শেয়ারিং বা নন-শেয়ারিং প্যাকেজ অনুযায়ী), রাত্রিযাপন, গাড়ির সুবিধা, ব্রেকফাস্ট, দুপুরের খাবার এবং রাতে নিরামিষ খাবার দেওয়া হবে। এছাড়াও স্থানীয় ট্যুরের জন্য এসি বাসের সুবিধাও দেওয়া হবে। এই বিভাগের ভাড়া জনপ্রতি ৫২,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

advertisement

স্ট্যান্ডার্ড ক্লাস প্যাকেজ –

এই ক্যাটাগরিতে, যাত্রীদের এসি হোটেল রুম, প্রাতঃরাশ, নিরামিষ লাঞ্চ এবং ডিনার, নন-এসি বাসে লোকাল ভ্রমণের সুবিধা দেওয়া হবে। নন-এসি বাজেট হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। এই বিভাগের ভাড়া জনপ্রতি ৩৯,৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্লিপার ক্লাস প্যাকেজ –

এই প্যাকেজের আওতায় যাত্রীরা নন-এসি বাজেট হোটেলে রাত কাটানো, সকালের ব্রেকফাস্ট এবং নিরামিষ খাবার সব কিছুই পাবেন। এছাড়াও স্থানীয় ট্যুরের জন্য নন-এসি বাসের সুবিধা দেওয়া হবে। এই বিভাগের ভাড়া জনপ্রতি ২৩,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: সৌরভকে টুকরো টুকরো করে তাঁর টাকাতেই মানালিতে ফুর্তি? মেয়ের ঘৃন্য কীর্তি ফাঁস করলেন মুসকানের বাবা

EMI-তেও এই সুবিধা পাওয়া যেতে পারে –

যাত্রীদের সুবিধার জন্য, IRCTC প্রতি মাসে ৮১৬ টাকার ইএমআই সুবিধাও দিয়েছে, যাতে নিম্ন আয়ের লোকেরাও এই যাত্রার সুবিধা নিতে পারেন। EMI-এর সুবিধা পেতে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

advertisement

বুকিং প্রক্রিয়া –

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর জাঁকজমকে বারাসাতকে টেক্কা! এই বছর নজর কাড়ল মধ্যমগ্রামের কোন কোন মণ্ডপ?
আরও দেখুন

আগে এলে আগে সিট পাওয়া যাবে, এই ভিত্তিতে যাত্রার বুকিং করা হবে। এছাড়াও এই প্যাকেজে এলটিসি (লিভ ট্রাভেল কনসেশন) সুবিধাও পাওয়া যাচ্ছে। যাঁরা বুক করতে চান, তাঁরা লখনউয়ের গোমতী নগরের পর্যটন ভবনে অবস্থিত IRCTC অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট www.irctctourism.com-এও অনলাইনে বুকিং করা যেতে পারে। ভ্রমণ সংক্রান্ত কোনও তথ্যের প্রয়োজন হলে যাত্রীরা ৮২৮৭৯৩০১৯৯, ৯২২৬৩৯১৯০৮, ৯২৩৬৩৯১৯১০, ৯৪১৭১০৫৫৪৪, ৭৩০২৮২১৮৬৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Railway: IRCTC-র বিশেষ অফার! ৭ জ্যোতির্লিঙ্গ যাত্রার সুবর্ণ সুযোগ... জানুন ভাড়া, রুট এবং বুকিংয়ের বিশদ তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল